Advertisement
লাইফস্টাইল

সঠিক স্থানে মানি প্ল্যান্ট রাখলে লক্ষ্মীলাভ নিশ্চিত, রইল সমস্ত খুঁটিনাটি

  • 1/11

বেশ কিছু বছর ধরে বাড়ির বাস্তুর খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে উঠেছে মানি প্ল্যান্ট। ইন্টেরিয়র ডিজাইনাররা এটিকে ঘর সাজানোর খুব প্রয়োজনীয় অংশ বলে মনে করেন। 

  • 2/11

বাড়িতে ঠিক জায়গায় মানি প্ল্যান্ট রাখলে 'ভাড়ে মা ভবানী' থেকে আপনার ঘরে আগমন হতে পারে গৃহলক্ষ্মী। জেনে নিন মানি প্ল্যান্টের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। 

  • 3/11

মানি প্ল্যান্টের রয়েছে অনেক গুণাবলী। যেরকম এটি বাড়িতে রাখলে সমস্ত রকম ক্ষতিকারক রশ্মি শোষিত হয়। তাছাড়া খুব উচ্চ পর্যায়ের অক্সিজেন পাওয়া যায়, বাড়িতে মানি প্ল্যান্ট রাখলে। এমনকি বাড়িতে থাকলে স্বাস্থ্যের উন্নতি হয় এবং তার সঙ্গে ধন সম্পদও বৃদ্ধি পায়।

Advertisement
  • 4/11

সঠিক রঙ : 

সবুজ ছাড়াও আপনি নীল রঙের কোন বোতল বা পাত্রে মানি প্ল্যান্ট রাখতে পারেন। অবশ্যই মনে রাখবেন কখনও কোনও লাল কিংবা হলুদ পাত্রে এই গাছ রাখবেন না। তাহলে উত্তর দিকের সমস্ত ভাল এনার্জি বাধাপ্রাপ্ত হবে এবং এর ফলে আপনার অর্থনৈতিক সমস্যা হবে।
 

  • 5/11

উত্তর দিক: 

বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে মানি প্ল্যান্ট রাখার সবচেয়ে ভাল জায়গা হল উত্তর দিক। বলা হয় উত্তর দিকে কুবেরের বাস। ধনদেবতার প্রিয় রং সবুজ তাই কোনও সবুজ রঙের পাত্রে বাড়ির উত্তর দিকে এই গাছ রাখলে আপনার বাড়ির জন্য সেটি শুভ।
 

  • 6/11

পূর্ব দিক : 


এছাড়াও বাড়ির পূর্ব দিকে মানি প্ল্যান্ট রাখলে সমাজের উচ্চপর্যায়ের লোকজনের সঙ্গে আপনার মেলামেশা বেশি হয়। দক্ষিণ-পূর্ব দিকে এই গাছ রাখলে আপনার গৃহে ধনসম্পত্তি বৃদ্ধি পাবে।

  • 7/11

দক্ষিণ- পশ্চিম দিক :

দক্ষিণ- পশ্চিম দিকে মানি প্ল্যান্ট রাখা একদমই উচিত না। এর ফলে আপনার কেরিয়ার এবং ব্যক্তিগত সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। 
 

Advertisement
  • 8/11

পশ্চিম দিক: 

মান্টি প্ল্যান্টের ক্ষেত্রে পশ্চিম দিকও এড়িয়ে চলাই মঙ্গল। যদি কোনও উপায় না থাকে, তাহলে নীল বোতল কিংবা পাত্রে রাখুন। 

  • 9/11

বেডরুমে মানি প্ল্যান্ট : 
 

* শোয়ার ঘরে সঠিক দিকে ও জায়গায় মান্টি প্ল্যান্ট রাখলে স্বাস্থ্য ভাল থাকে। 

* এক্ষেত্রে উত্তর, পূর্ব, দক্ষিণ- পূর্ব কিংবা দক্ষিণ দিকে রাখা ভাল। 

* পশ্চিম কিংবা দক্ষিণ - পশ্চিম দিকে কখনই রাখবেন না। 

* তবে খাটের থেকে ৫ ফিট দূরে রাখা বাঞ্ছনীয়‌। 

  • 10/11

বেডরুমে মানি প্ল্যান্ট : 
 
* শোয়ার ঘরে সঠিক দিকে ও জায়গায় মান্টি প্ল্যান্ট রাখলে স্বাস্থ্য ভাল থাকে। 

* এক্ষেত্রে উত্তর, পূর্ব, দক্ষিণ- পূর্ব কিংবা দক্ষিণ দিকে রাখা ভাল। 

* পশ্চিম কিংবা দক্ষিণ - পশ্চিম দিকে কখনই রাখবেন না। 

* তবে খাটের থেকে ৫ ফিট দূরে রাখা বাঞ্ছনীয়‌। 

  • 11/11

 বাথরুমে মানি প্ল্যান্ট: 

* বাথরুমের মানি প্ল্যান্ট  শুধুমাত্র নেগেটিভ এনার্জি দূর করে তা নয়। এটি  আপনার মুডও খুব ভাল করে।

* বাথরুমের কোনও উষ্ণ জায়গাতে মানি প্ল্যান্ট রাখুন ভাল ফলাফল পাওয়ার জন্যে।

Advertisement