Advertisement
লাইফস্টাইল

যৌন সঙ্গম ছাড়াই অন্তঃসত্ত্বা হলেন কিশোরী! বিরল ঘটনায় তাজ্জব চিকিৎসকেরা

  • 1/6

যৌন সঙ্গম করেননি অথচ গর্ভবতী হলেন ২৮ বছর বয়সী এক মহিলা। সোশাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই অবাক হয়েছেন। তিনি জানিয়েছেন যে আট বছর আগে তিনি প্রেগনেন্ট হয়েছেন।
 

  • 2/6

ডেইলি মেইলের রিপোর্ট অনুযায়ী, এই মহিলা নিকোলে তাঁর ১৮ বছর বয়সে বয়ফ্রেন্ডকে ডেট করেছিলেন। একদিন যখন তিনি অর্ধপুড়ে যাওয়া অবস্থায় বাড়ি ফেরেন সেই সময় তিনি জ্ঞান ছিল না। যদিও তার বয়ফ্রেন্ড তার পাশেই ছিল। এর কয়েকদিন পরই তাঁকে প্রেগনেন্সি টেস্ট করানোর কথা বলে।
 

  • 3/6

প্রেগনেন্সি টেস্ট থেকে জানা যায় তিনি অন্তঃসত্ত্বা। কিন্তু নিকোলে জানান তিনি ভার্জিন এবং বয়ফ্রেন্ডের সঙ্গে কোনও শারীরিক সম্পর্ক ছিল না। 

Advertisement
  • 4/6


নিকোলে সংবাদসংস্থাটিকে জানান যে তিনি যতবারই চেয়েছেন সঙ্গম করতে তার শরীর সহয়তা করেনি। এটি নিয়ে তিনি চিকিৎসকের পরামর্শও নিয়েছিলেন। 

  • 5/6

যদিও প্রেগনেন্সি পরীক্ষায় ধরা পড়ে তাঁর একটি ভিন্ন রোগ রয়েছে যার নাম ভ্যাজাইনাসিজম। এই রোগ থাকলে যৌন সঙ্গম করা সম্ভব হয় না। 

  • 6/6

যদিও চিকিৎসকের মতে সঠিকভাবে সঙ্গম না হলেও যদি স্পার্ম কোনও কারণে প্রবেশ করে এবং ফার্টিলাইজড হয় সেক্ষেত্রে প্রেগনেন্সি চলে আসে। নিকোলের ক্ষেত্রেও সেটিই হয়েছে।

Advertisement