
যখন যৌনতা হয়, তখনই বয়ফ্রেন্ড চিৎকার করতে শুরু করেন। চলতি মাসের শুরুতে জনপ্রিয় ওয়েবসাইট Reddit-এ এমনটাই জানিয়েছেন এক যুবতী। (সব ছবি প্রতীকী)

ওই মহিলার দাবি, তাঁদের যৌন সম্পর্ক বাকিদের মতো স্বাভাবিক নয়। তাঁর বয়ফ্রেন্ড অকারণ প্রবল জোরে চিৎকার শুরু করেন।

ওই যুবতী জানান, অকারণে চিৎকার শুরু করেন তাঁর বয়ফ্রেন্ড। এমনকী চুম্বনের সময়েও তিনি শিৎকার করেন।

তিনি বলেন, এমন ঘটনা তিনি কোনওদিন শোনেননি। তাঁর বয়ফ্রেন্ডের শিৎকারের জেরে যৌনতার ইচ্ছাই তখন চলে যায় যুবতীর।

যুবতী বলেন, শিৎকার তিনিও করেন। তবে সেটা সঙ্গমের চূড়ান্ত মুহূর্তে। কিন্তু চুম্বনের মধ্যে কে শিৎকার শুরু করেন?

বিষয়টি নিয়ে তিনি বয়ফ্রেন্ডকে বোঝানোর চেষ্টা করেছেন বলে দাবি যুবতীর। কিন্তু তাতে কোনও কাজ হয়নি।

তিনি জানান, উল্টে তাঁর বয়ফ্রেন্ড তাঁকে বলেছেন ভালোবাসা বোঝাতেই এমন চিৎকার করেন তিনি।

ওই মহিলার পোস্টে অনেকে উত্তর দিয়েছেন। তবে হাসিঠাট্টা কম হয়নি।

অনেকে ওই মহিলাকে যৌনতার সময়ে ঘরে গান চালাতে বলেছেন। তাতে হয়তো বয়ফ্রেন্ডের শিৎকার করার প্রবণতা কমতে পারে।

আবার অনেকে বলছেন, সম্ভবত ওই মহিলার বয়ফ্রেন্ড অত্যাধিক পর্ন ছবি আসক্ত। সেখান থেকে শিখেছেন বলে দাবি অনেকের।