scorecardresearch
 
পশ্চিমবঙ্গ

Digha Mandarmani Tour : টানা ছুটিতে টুক করে দিঘা-মন্দারমণির ছক, ধাপ্পা দিতে পারে আকাশ!

Digha Mandarmani Shankarpur Tazpur Tour rain may spoil your trip abk দিঘা
 • 1/17

Digha Mandarmani Shankarpur Tour: টানা ছুটি পাওয়া গিয়েছে। আর ছুটি মানেই অবসর, বিনোদন এবং ঘুরতে যাওয়া। বাঙালির কাছে ছুটি পাওয়া মানে ঘুরতে যাওয়া তো বটেই।

Digha Mandarmani Shankarpur Tazpur Tour rain may spoil your trip abk মন্দারমণি
 • 2/17

বিজয়া দশমী ছিল শুক্রবার। তারপর দু'দিন শনি এবং রবিবার মানে উইকেন্ড।

Digha Mandarmani Shankarpur Tazpur Tour rain may spoil your trip abk তাজপুর
 • 3/17

এর পর মঙ্গল এবং বুধবার লক্ষ্মীপুজো। এর মানে দাঁড়াচ্ছে ৫ থেকে ৬ দিনের লম্বা ছুটি।

Digha Mandarmani Shankarpur Tazpur Tour rain may spoil your trip abk শঙ্করপুর
 • 4/17

ফলে অনেকেই প্লান করেছেন টুক করে ঘুরে আসবেন দিঘা (Digha), তাজপুর (Tazpur), শঙ্করপুর (Shankarpur), মন্দারমণি (Mandarmani)। 

Digha Mandarmani Shankarpur Tazpur Tour rain may spoil your trip abk দিঘায় সফর
 • 5/17

করোনা সংক্রমণের মধ্যেই দুর্গাপুজোয় মেতেছিল বাঙালি। আদালতের নির্দেশ থাকার জন্য দর্শক প্রবেশ করতে পারেনি বিভিন্ন মণ্ডপে মণ্ডপে এ কথা ঠিক।

Digha Mandarmani Shankarpur Tazpur Tour rain may spoil your trip abk one
 • 6/17

কিন্তু রাস্তাঘাটে মানুষ বের হয়েছেন যথেষ্ট। সব জায়গায় ভিড় ছিল।

Digha Mandarmani Shankarpur Tazpur Tour rain may spoil your trip abk two
 • 7/17

এর ফলে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকদের শুরু করে বিশেষজ্ঞ স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Digha Mandarmani Shankarpur Tazpur Tour rain may spoil your trip abk three
 • 8/17

পুজোর পর ফের আরও একবার ছুটি মিলেছে। এবং এটাও পুজোর মতো টানা বলা যেতে পারে।

Digha Mandarmani Shankarpur Tazpur Tour rain may spoil your trip abk four
 • 9/17

তবে এই ছুটিতে ঘুরতে গিয়ে অন্য বিপদের সম্ভাবনাও রয়েছে। আর তার কারণ হচ্ছে আবহাওয়া।

Digha Mandarmani Shankarpur Tazpur Tour rain may spoil your trip abk five
 • 10/17

আবহাওয়াবিদরা, জানাচ্ছেন রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। এর সঙ্গে ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে।

Digha Mandarmani Shankarpur Tazpur Tour rain may spoil your trip abk six
 • 11/17

এর মধ্যে সবথেকে বেশি দুর্যোগের সম্ভাবনা রয়েছে দু'টি জেলায় একটি দক্ষিণ ২৪ পরগণা, অন্যটি পূর্ব মেদিনীপুর। 

Digha Mandarmani Shankarpur Tazpur Tour rain may spoil your trip abk seven
 • 12/17

এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টি হতে পারে।

Digha Mandarmani Shankarpur Tazpur Tour rain may spoil your trip abk eight
 • 13/17

এই বৃষ্টি চলবে বুধবার। পর্যন্ত এমনই জানিয়েছে আবহাওয়া দফতর।

Digha Mandarmani Shankarpur Tazpur Tour rain may spoil your trip abk nine
 • 14/17

আর এই দুর্যোগের সম্ভাবনার মধ্যে ঘুরতে বেরোলে সমস্যা হতেই পারে। এর মধ্যে আবহাওয়া দফতর দিঘায় হলুদ সতর্কতার কথা জারি করেছে। সমুদ্র উত্তাল রয়েছে। ফলে পর্যটকদের নামতে নিষেধ করা হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে এই সময় ঘুরতে গেলে সমস্যা তৈরি হতেই পারে।

Digha Mandarmani Shankarpur Tazpur Tour rain may spoil your trip abk ten
 • 15/17

এর আগে প্রশাসন ঠিক করেছিল, দিঘা, মন্দারমণি, শঙ্করপুর বেড়াতে গেলে লাগবে কোভিড  টেস্টের রিপোর্ট। নির্দেশিকা জারি প্রশাসনের। করোনা সংক্রমণ রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

Digha Mandarmani Shankarpur Tazpur Tour rain may spoil your trip abk eleven
 • 16/17

এবার থেকে দিঘা, মন্দারমণি-সহ পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের থাকতে হলে দিতে হবে ডবল ডোজের ভ্যাকসিনেশনের প্রমাণপত্র। অথবা জমা দিতে হবে করোনা নেগেটিভ রিপোর্ট। না হল দিঘায় আসা যাবে না। এমনটাই নির্দেশিকা জারি করল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা প্রশাসন। এই মর্মে আজ থেকে শুরু হল নির্দেশিকার প্রক্রিয়া। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (Digha Shankarpur Development Authority) এবং মহাকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন সকলে মিলে এই অভিযান আজ থেকে শুরু করল। একটি নির্দেশিকার মাধ্যমে সমস্ত হোটেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে বিধি নিষেধ।

Digha Mandarmani Shankarpur Tazpur Tour rain may spoil your trip abk twelve
 • 17/17

এমন নির্দেশিকা অমান্য করলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। আংশিক লকডাউনে ছাড় দেওয়ার পর থেকে দিঘায় পর্যটকের ঢল নামছে।