Advertisement
লাইফস্টাইল

Cancer Causes Back Pain: দীর্ঘ দিন ধরে পিঠে ব্যথা, ক্যান্সার নয় তো? বোঝা যায়

  • 1/8

পেশির সমস্যার কারণে বেশিরভাগ পিঠের ব্যথা বা ব্যাক পেন (Back Pain) হয়। যেমন- আঘাত লাগা, ভুল পদ্ধতিতে ঘুমনো কিংবা একটানা একভাবে বসে কাজ করা। তবে  এই ধরণের ব্যথা উপশম হতে পারে ঘরোয়া টোটকাতেই। বিশ্রাম নিয়ে, গরম-ঠান্ডা থেরাপি বা হালকা স্ট্রেচিং করে ব্যাক পেন কমানো যায়।

  • 2/8

ঘরোয়া এভাবে ব্যাক পেন কমানো গেলে ভাল। আর যদি না কমে, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ দীর্ঘদিন ধরে থাকা পিঠে ব্যথা ক্যান্সারের (Cancer) লক্ষণও হতে পারে। তাই সাবধান।

  • 3/8

পিঠের ব্যথা, বিভিন্ন ধরণের ক্যান্সারের কারণে হতে পারে । সবচেয়ে সমস্যা হল, সাধারণ পিঠে ব্যথার মতোই হওয়ায় প্রথমে আমরা বিশেষ গুরুত্ব দিই না। কিন্তু দীর্ঘদিন ধরে এই সমস্যা চলতে থাকলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত।

Advertisement
  • 4/8

ফুসফুসের ক্যান্সার (Lungs Cancer)

ফুসফুসের ক্যান্সারের কারণে অনেক সময় পিঠে ব্যথা হতে পারে। পিঠের একটা বড় অংশ ধরে ছড়িয়ে পড়ে ফুসফুসের ক্যান্সারের কারণে হওয়া ব্যথা।

  • 5/8

পিঠে ব্যথার সঙ্গে ফুসফুসের ক্যান্সারের অন্য কোনও লক্ষণের মতো দেখতে পেলে দ্রুত চিকিৎসকের দ্বারস্থ হন। ফুসফুসের ক্যান্সার সাধারণত দু;ধরনের হয় - নন স্মল সেল লাং ক্যান্সার এবং স্মল সেল লাং ক্যান্সার। প্রথমটা কমন ফুসফুসের ক্যান্সার।

 

  • 6/8

কাশিতে রক্ত​​পড়া, ক্রমাগত শ্বাসকষ্ট, দীর্ঘদিন ধরে চলা কাশি হতে থাকলে তা ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হতে পারে। তাই সতর্ক থাকা জরুরি। 

  • 7/8

মেরুদণ্ডের ক্যান্সার (Spine Cancer)

মেরুদণ্ডে টিউমার হলে পিঠে ব্যথা হয়। এই কারণে পিঠের ব্যথা হলে তা শিরদাঁড়া সংলগ্ন এলাকায় ব্যথা সৃষ্টি করে। যা শরীরের ওই জায়গায় কেন্দ্রীভূত থাকে। বেশিদিন পড়ে থাকলে এই ব্যথা আরও বাড়ে এবং ধীরে ধীরে শরীরের নীচের অংশে ছড়িয়ে পড়তে পারে।  নিতম্ব, পা, পায়ের পাতা পাশাপশি হাতেও ব্যথা ছড়িয়ে পড়তে পারে। অসাড়তা, দুর্বলতা, বাহু ও পায়ের অবস্থা খারাপ এবং প্যারালইসিস। মেরুদণ্ডের ক্যান্সারের লক্ষণগুলি হল।

Advertisement
  • 8/8

মূত্রাশয় ক্যান্সার (Prostate Cancer)

মূত্রাশয় অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যার মধ্যে প্রস্রাব সঞ্চিত থাকে। পিঠের নিচের অংশে অসহ্য যন্ত্রণা বা ব্যথা হলে মূত্রাশয়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে। বিভিন্ন বিশেষজ্ঞদের মত অনুসারে মূত্রাশয়ে টিস্যুতে টিউমার হলে পিঠের নীচের দিকে ব্যথা সৃষ্টি হয়। এমন হলে বুঝতে হবে টিউমার বেড়ে উঠেছে। অবিলম্বে চিকিৎসকের দ্বারস্ত হন। মূত্রাশয় ক্যান্সারের লক্ষণগুলির মধ্যে রয়েছে, ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবে রক্ত​​ এবং প্রস্রাবের সময় ব্যথা বা যন্ত্রণা।

Advertisement