
বাঙালির ১২ মাসে তের পার্বণ। আর তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব অক্ষয় তৃতীয়া। আগামী কাল অর্থাৎ ১৪ মে পড়েছে অক্ষয় তৃতীয়ার শুভ তিথি। তবে শুধু বাঙালি নয়, গোটা দেশের হিন্দুদের জন্যেই এই উৎসব অত্যন্ত শুভ। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার (Akshaya Tritiya) পুজো হয়। যে কোনও কাজ সম্পন্ন করার জন্য এদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
সংস্কৃত অনুসারে 'অক্ষয়' শব্দের অর্থ হল 'যার কোনও ক্ষয়' নেই অর্থাৎ যা কখনোও শেষ হয় না। তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনও কাজ অক্ষয় থাকে। সেই সঙ্গে শাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী তিথি।
অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ী লক্ষ্মী- গণেশ পুজোর আয়োজন করেন। অনেকে দোকানে এদিন হালখাতাও হয়। শুধু দোকান নয়, অনেকে বাড়িতেও পুজো করেন। এছাড়া বিভিন্ন মন্দিরে ভক্তেরা ভিড় জমান। বিশ্বাস করা হয় যে, এদিন সোনা কিনলে পরিবারে সুখ-সমৃদ্ধি ঘটে। অতিমারীর মধ্যে ভার্চুয়াল মাধ্যমে সকলকে পাঠান অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা।
আরও পড়ুন: বাড়িতে এই জিনিসগুলি অক্ষয় তৃতীয়াতে নিয়ে আসুন! মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন
অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা বার্তা
* এই অক্ষয় তৃতীয়া আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসুক। শুভ অক্ষয় তৃতীয়া!
* মা লক্ষ্মীর কৃপা আপনার ও আপনার পরিবারের প্রতি সর্বদা থাকুক এই কামনা করি। শুভ অক্ষয় তৃতীয়া!
* সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা।
* আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি অক্ষয় হোক...শুভ অক্ষয় তৃতীয়া!
* এই অক্ষয় তৃতীয়ায় আপনার পরিবারে ভরে থাকুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। শুভ অক্ষয় তৃতীয়া ২০২১!
আরও পড়ুন: অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার সবচেয়ে শুভ মুহূর্ত কোনটি, জানুন
* আপনার উপর অর্থের বর্ষণ হোক সর্বদা, অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে এই কামনাই করি। শুভ অক্ষয় তৃতীয়া
* এবারের অক্ষয় তৃতীয়ায় আপনি যা যা চেয়েছেন, আপনার মনের সমস্ত আশা পূর্ণ হোক।
* আপনার পরিবার মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক। মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সর্বদা আপনাদের উপরে থাকুক। অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা।
* আজ যে কাজই শুরু করবেন তাতেই যেন সাফল্য পান, সব স্বপ্ন যেন পূর্ণ হয় আজ। অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা।
* অক্ষয় তৃতীয়া উপলক্ষে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী আপনাকে সুখ ও সমৃদ্ধি দান করুক।
আরও পড়ুন: পুজোয় ফুল আবশ্যক! জানুন এর আসল মাহাত্ম্য