scorecardresearch
 

Bone Cancer : হাড়ের ব্যথা মানেই বাত নয়, লুকিয়ে থাকতে পারে এই মারণ রোগ

এমন কিছু রোগ আছে, যেগুলির প্রথমে কোনও উপসর্গ দেখা যায় না। আর পরে বাড়াবাড়ি হলে তা নিয়ন্ত্রণও করা যায় না। তেমনই একটি রোগ হল বোন ক্যানসার (Bone Cancer)। এই রোগ দেহের যেকোনও অংশে হতে পারে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • বোন ক্যানসারের সাধারণ উপসর্গ হাড়ে ব্যথা
  • তবে সবসময় লক্ষণ বোঝা যায় না
  • মাত্র ১ শতাংশ মানুষের উপসর্গ থাকে

বর্তমান ব্যস্ত সময়ে অনেকেই নিজের শরীরের ঠিক মতো খেয়াল রাখতে পারেন না। ফলে শরীরে বাসা বাঁধে বেশকিছু রোগ ব্যধী। এমন কিছু রোগ আছে, যেগুলির প্রথমে কোনও উপসর্গ দেখা যায় না। আর পরে বাড়াবাড়ি হলে তা নিয়ন্ত্রণও করা যায় না। তেমনই একটি রোগ হল বোন ক্যানসার (Bone Cancer)। এই রোগ দেহের যেকোনও অংশে হতে পারে। তবে বেশিরভাগ সময় দেখা যায় পেলভিস, বাহু বা পায়ের লম্বা হাড়ে বাসা বেঁধেছে বোন ক্যানসার। মাত্র ১ শতাংশ মানুষের মধ্যে এর উপসর্গ দেখা যায়। 

বোন ক্যানসারের সবচেয়ে সাধারণ যে উপসর্গ, তা হল হাড়ে ব্যথা। সময়ের সঙ্গে সঙ্গে ব্যথা বাড়তে থাকে। তবে অনেক সময়ই মানুষ এই ব্যথায় খুব বেশি গুরুত্ব দেন না। কেউ কেউ তো একে বাতের ব্যথা বলেও ভুল করেন। 
  
বোন ক্যানসার কত ধরনের হয়? (Types Of Bone Cancer) 
কোন্ড্রোসারকোমা
ইউইংসারকোমা
অস্টিওসারকোমা

বোন ক্যানসারের উপসর্গ (Bone Cancer Symptoms) 
হাড়ে ব্যথা
আক্রান্ত স্থানের চারপাশ ফুলে যাওয়া
হাড় দুর্বল এবং সহজেই ভেঙে যাওয়া
হঠাৎই ওজন কমে যাওয়া
ক্লান্তি

ব্যথা কতক্ষণ স্থায়ী হয়?
বোন ক্যানসারের ব্যথা সবসময়ই থাকে। তবে শারীরিক পরিশ্রমের কাজ বেশি হলে ব্যথা বাড়তে পারে। যেমন কঠিন শরীরচর্চা ও ওয়েট লিফটিং করলেও ব্যাথা বাড়ে। এমনকি বিশ্রাম নেওয়ার সময়েও বোন ক্যানসারের ব্যথা হতে পারে। 

বোন ক্যানসারের অন্য উপসর্গ
জ্বর
অত্যন্ত ঘাম
লালভাব এবং জ্বলন
হাড়ের উপর বা চারপাশে গাঁট তৈরি হওয়া

কখন যাবেন চিকিৎসকের কাছে?
যদি কোনও কারণ ছাড়াই হাড়ে বা গাঁটে এক সপ্তাহের বেশি ব্যথা থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত। 

আরও পড়ুননেচে-গেয়ে একাই পার্টি মাতালেন কপিল শর্মা, দেখুন ছবি-ভিডিও

Advertisement

 

Advertisement