scorecardresearch
 

সোনা-হিরে নয়! Youtube স্টারের গলায় যেটা ঝুলছে, দাম ৪৫ কোটি টাকা

WWE নিজেদের অফিসিয়াল হ্যান্ডল থেকে একটি ভিডিও শেযার করেছে। সেখানে ২৭ বছরের এই মার্কিন ইউটিউবারের এন্ট্রি দেখা যাচ্ছে। আর সেই সময়ই তাঁর গলায় দেখা যাচ্ছে পোকেমন ট্রেড কার্ড। এই কার্ডের জন্য তিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও স্থান পেয়েছেন। 

Advertisement
Logan Paul (ছবি সূত্র-ট্যুইটার) Logan Paul (ছবি সূত্র-ট্যুইটার)
হাইলাইটস
  • WWE WrestleMania-তে লোগন পলের চমকপ্রদ অভিষেক
  • গলায় দেখা গেল পোকেমন কার্ড
  • গিনিস বুকেও নাম তুললেন ইউটিউব তারকা

সোশ্যাল মিডিয়া তারকা লোগন পলের WWE WrestleMania ডেবিউ হয়েছে চমকে দেওয়ার মতো। শোতে প্রবেশের সময় তাঁকে বিশ্বের সবচেয়ে দামি পোকেমন কার্ড পরে থাকতে দেখা যায়। এর দাম ৪৫ কোটি টাকারও বেশি বলে জানা যাচ্ছে। এটি খুবই বিরল একটি পিকাচু গ্রাফিক কার্ড। 

WWE নিজেদের অফিসিয়াল হ্যান্ডল থেকে একটি ভিডিও শেযার করেছে। সেখানে ২৭ বছরের এই মার্কিন ইউটিউবারের এন্ট্রি দেখা যাচ্ছে। আর সেই সময়ই তাঁর গলায় দেখা যাচ্ছে পোকেমন ট্রেড কার্ড। এই কার্ডের জন্য তিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও স্থান পেয়েছেন। 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, লোগন পল এই লোভনীয় PSA গ্রেড ১০ পিকাচু ইলাস্ট্রেটর কার্ডটি ৪০ কোটি টাকার রেকর্ড-ব্রেকিং ব্যবসার পরে পেয়েছেন। পল ২২ জুলাই ২০২১-এ এই কার্ডটি কিনেছিলেন। প্রাইভেট সেলে কেনা যায় এটিই হল সবচেয়ে দামি পোকেমন ট্রেড কার্ড।

প্রসঙ্গত, PSA গ্রেড ১০ পিকাচু ইলাস্ট্রেটর কার্ডটি পাওয়ার জন্য লোগন পলকে  নিজের PSA গ্রেড ৯ পিকাচু ইলাস্ট্রেটর কার্ডটি দিয়ে দিতে হয়। সেটি তিনি প্রায় ৯.৬ কোটি টাকায় ইতালির ম্যাট অ্যালন থেকে কিনেছিলেন। এছাড়া গ্রেড ১০ কার্ডটির জন্য তাঁকে প্রায় ৩০ কোটি টাকা দিতে হয়। তবে  PSA প্রাইস গাইড অনুসারে এর দাম ৪৫ কোটি টাকারও বেশি। 

লোগন পল, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সঙ্গে কথা বলার সময় জানান,পিকাচু ইলাস্ট্রেটর বিশ্বের সবচেয়ে আইকনিক এবং খুব বিরল পোকেমন কার্ড। ১৯৯৮ ইলাস্ট্রেশন কনটেস্টের মাত্র ৩৯ জন বিজয়ী এটি পেয়েছে। তাঁদের মধ্যে মাত্র একজন পারফেক্ট ১০ গ্রেড পেয়েছিলেন, সেটিই কেনেন লোগন পল।

আরও পড়ুনবিয়ার দিয়ে পরিচর্যা করলে চুল হয় নরম ও মোলায়েম, কীভাবে ধোবেন?


 

Advertisement