কাঁসা- পিতলের ব্যবহার করার রীতি প্রাচীন যুগ থেকে চলে আসছে। বাসন, পাত্র বা পিতলের মূর্তি থাকে বহু মানুষের বাড়িতে। সামনেই আসছে নীলষষ্ঠী এবং এরপর নববর্ষ ও অক্ষয় তৃতীয়া। বহু হিন্দু বাড়িতে পিতলের শিবলিঙ্গ, লক্ষ্মী- গণেশ থাকে। এছাড়াও মহাদেবের বাহন নন্দী, সাপ বা ত্রিশূল হয় পিতলের। সাধারণত যে কোনও পুজোর আগে কাঁসা- পিতলের বাসন নামিয়ে তা মেজে নিতে হয়। এছাড়াও পিতলের মূর্তি পরিষ্কার করা হয়। জানুন, কাঁসা-পিতলের বাসন- মূর্তি পরিষ্কার করার উপায় কী?
তামা ও পিতলের জিনিস দ্রুত কালো হয়ে যায় এবং সেগুলি পরিষ্কার করতে অনেক পরিশ্রম লাগে। জানুন তামা এবং পিতলের তৈরি জিনিস পরিষ্কার করার সহজ ও ঘরোয়া কিছু উপায়। যা থেকে সহজেই এর কালো ভাব দূর হবে এবং একেবারে নতুনের মতো চকচকে দেখাবে।
* লেবুর রস ও লবণের মিশ্রণ পিতলের বাসন পরিষ্কার করতে খুব সহায়ক। এর জন্য এক চা চামচ লবণে, লেবুর রস মিশিয়ে পিতলের ওপর কিছুক্ষণ ঘষে নিন। কিছুক্ষণ পর গরম জল দিয়ে পাত্রটি ধুয়ে নিন।
আরও পড়ুন: ৪০ পেরলেও কীভাবে ধরে রাখবেন যৌবন? রইল অ্যান্টি- এজিং স্কিনকেয়ার টিপস
* এছাড়া দাগ পড়ে যাওয়া পাত্রের চারদিকে তেঁতুলের জল লাগিয়ে ৫ মিনিট রেখে দিন। এরপর স্ক্রাবার দিয়ে পাত্র ভাল ভাবে ঘষে পরিষ্কার করুন। কিছুক্ষণের মধ্যে নতুন পাত্রের মতো চকচক করতে শুরু করবে।
* ভিনেগারে লবণ মিশিয়ে পিতলের পাত্রে কিছুক্ষণ রেখে দিল, কালো দাগ দূর হতে শুরু করবে এবং বাসন চকচকে হবে। লবণ- ভিনেগারের এই মিশ্রণে তামার প্লেট, বাটি ইত্যাদি পরিষ্কার করতে পারেন।
* তামার পাত্র পরিষ্কার করতে সামান্য তেঁতুল এক কাপ জলে আধ ঘণ্টা রেখে, এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
* শুনতে অবাক লাগলেও কেচ-আপও পিতলের বাসন পরিষ্কার করার একটা দারুণ উপাদান। স্বল্প কেচ-আপ নিয়ে একটা পরিষ্কার কাপড়ের উপর ছিটিয়ে নিতে হবে। এরপর সেই কাপড় দিয়ে পিতলের বাসন ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে।
* পলিশ করার পরে সুরক্ষিত রাখতে পিতলের জিনিসে পলিইউরেথিন প্রলেপ দিয়ে রাখা যেতে পারে, এতে চকচকেভাব বজায় থাকে।
আরও পড়ুন: জমিয়ে চিংড়ি খাচ্ছেন? এভাবে খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে
যারা নিয়মিত তামা- পিতলের বাসনপত্র বা মূর্তি ব্যবহার করেন, ফেলে না রেখে প্রতিদিন এই ধরনের পাত্র পরিষ্কার করার চেষ্টা করুন। এতে আপনার খাটনি অনেক কম হবে। এছাড়া প্রয়োজন ছাড়া পিতলের জিনিসে হাত দেওয়া উচিত না। হাতে থাকা তেল এতে কালশিটেভাব তৈরি করে।কড়া ডিশওয়াশার, ডিটার্জেন্ট বা অ্যামোনিয়া সমৃদ্ধ পণ্য এতে ব্যবহার না করা ভাল।