Happy Vishwakarma Puja 2025 Wishes: শিল্পকর্মে উন্নতি হোক! সকলকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানাতে পাঠান এই মেসেজ

Vishwakarma Puja 2025 Messages: উন্নত ভবিষ্যৎ, নিরাপদ কাজের পরিস্থিতি এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য প্রার্থনা করে, বিভিন্ন ধরনের পেশার মানুষ এদিন বিশ্বকর্মার পুজো করেন।

Advertisement
শিল্পকর্মে উন্নতি হোক! সকলকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানাতে পাঠান এই মেসেজ বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা

বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজোর আগমন ঘণ্টা বেজে যায়। সব দেব -দেবীর পুজো তিথি মেনেই করার রীতি হিন্দু ধর্মে। আর সেই তিথি অনুযায়ী পড়ে পুজোর তারিখ। ঋগবেদ অনুসারে, বিশ্বকর্মা হলেন সর্বদর্শী ও সর্বজ্ঞ। এমনকী দেবতাদের প্রাসাদের নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা (Lord Vishwakarama)। তাই তিনি দেবশিল্পী নামেও পরিচিত। 

উন্নত ভবিষ্যৎ, নিরাপদ কাজের পরিস্থিতি এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য প্রার্থনা করে, বিভিন্ন ধরনের পেশার মানুষ এদিন বিশ্বকর্মার পুজো করেন। শুধু কলকারাখানা, শিল্পক্ষেত্র নয়, অনেক বাড়িতেও বিশ্বকর্মা পুজো করা হয়। জানুন বিশেষ দিনে সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে সকলকে কী ভার্চুয়াল বার্তা (Vishwakarma Puja 2024 Wishes) পাঠাতে পারেন আপনি। 

 

happy Vishwakarma Puja 2025

বিশ্বকর্মা পুজো ২০২৫ -র দিনক্ষণ (Vishwakarma Puja 2025)  

হিন্দুদের অন্যান্য পুজোর সময় চাঁদের গতি-প্রকৃতির উপর নির্ধারিত হলেও বিশ্বকর্মার পুজোর সময় সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে নির্ধারিত হয়। যখন সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে, তখন সময় আসে এই উত্তরায়ণের। মনে করা হয়, সেই সময়ই দেবতারা নিদ্রা থেকে জেগে ওঠেন এবং বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। শুধু তাই নয়, হিন্দু পঞ্জিকার দুই শাখ- সূর্য সিদ্ধান্ত এবং বিশুদ্ধ সিদ্ধান্ত উভয়ই এই পুজোর ক্ষেত্রে একমত। এই বছর বিশ্বকর্মা পুজো পড়েছে ১৭ সেপ্টেম্বর (বাংলায় ৩১ ভাদ্র), মঙ্গলবার।  

আরও পড়ুন: গজে চড়ে আসছেন দেবী দুর্গা, ফিরছেন কিসে? জানুন শুভ না অশুভ দিন আসছে

 

Vishwakarma Puja

বিশ্বকর্মা পুজো ২০২৫ - শুভেচ্ছাবার্তা (Vishwakarma Puja Message) 

* ভগবান বিশ্বকর্মা আপনার পেশাদার জীবনকে সাফল্যে পূর্ণ করুক। শুভ বিশ্বকর্মা পুজো! 

* বিশ্বকর্মা পুজোর শুভ দিন উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রভু সকলকে সমৃদ্ধি দান করুক। 

* দেবশিল্পী বিশ্বকর্মার চরণে জানাই প্রণাম। সকলের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক। শুভ বিশ্বকর্মা পুজো!

Advertisement

 

happy Vishwakarma Puja 2025

* কামার কুমোর তাঁতি চাষি, আমরা সবাই বিশ্ববাসী। তোমার কর্মের আমরা কর্মী, জাত যতই হোক ভিন্ন ধর্মী, কর্ম বিনা ধর্ম কি হয়? জয় বাবা বিশ্বকর্মার জয়! 

* পরিবারের সকল সদস্যকে বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা। দেবশিল্পী বিশ্বকর্মার আশীর্বাদে আমাদের পরিবারের সকলের জীবন কর্মময় ও উজ্জ্বল হয়ে উঠুক। সবাই ভাল থেকো।

আরও পড়ুন: ভারতেই রয়েছে আস্ত একটি পায়খানার মিউজিয়াম! কোথায়, কখন খোলা, টিকিট কত?

* প্রতিটি শিল্পকর্মে উন্নতি হোক আপনার। আজকের এই বিশেষ দিনে এই কামনা করি। শুভ বিশ্বকর্মা পুজো ২০২৫! 

* দেবশিল্পী বিশ্বকর্মার চরণে জানাই প্রণাম। সকলের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক। শুভ বিশ্বকর্মা পুজো!

 

Vishwakarma Puja 2025 photo

* সত্যযুগে তুমি স্বর্গ সাজালে, তেতা যুগে লঙ্কা বানালে, দাপরেতে মথুরা নগরী, কলিতে সাজালে ভবপুরী...জয় বাবা বিশ্বকর্মা! 

* কর্মই ধর্ম, কর্মই ঈশ্বর। বিশ্বকর্মা পুজো আমাদের কর্মের মহিমা স্মরণ করিয়ে দেয়।

* বিশ্বকর্মার নাম যে নেয়, সে অবশ্যই কিছু পায়। আপনাকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা!

* বিশ্বকর্মা পুজোর এই শুভ দিনে আপনার কাজের প্রতি শ্রদ্ধা এবং নিষ্ঠা আরও বৃদ্ধি পাক। দেবশিল্পী আপনার কর্মজীবনকে আরও সুসংগঠিত এবং সফল করুন। শুভ বিশ্বকর্মা পুজো!

* ভাদ্র মাসের সংক্রান্তিতে সবাই মেতে ওঠে আনন্দে। বাবা সকল শিল্পত্তের নির্মাতা। জয় জয় বাবা বিশ্বকর্মা! 

 

Vishwakarma Puja 2025 wallpaper

* ভগবান বিশ্বকর্মা আপনার পেশাদার জীবনকে সাফল্যে পূর্ণ করুক। শুভ বিশ্বকর্মা পুজো।

* যে জন করে তোমার অর্চনা, পূরণ হয় তাঁর কর্ম চেতনা। শেষ ভাদরে তুমি পুজিত ধরায়, মনে মনে সবাই তোমার প্রণাম জানাই। শুভ বিশ্বকর্মা পুজো! 

* স্বর্গবাসী, দ্বারকা, সুদর্শন চক্র, মহাদেবের ত্রিশূল ইত্যাদির সৃষ্টিকর্তা বিশ্বকর্মা। আপনার সমস্ত পরিবারকে সেই বিশ্বকর্মা সুন্দর করে গড়ে দিন! বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা।

 

lord Vishwakarma Puja 2025

* বিশ্বকর্মা পুজোর শুভ দিন উপলক্ষে আপনার ব্যবসার উন্নতি ও আপনার মঙ্গল কামনা করি। শুভ হোক সব... 

* প্রভু বিশ্বকর্মা সব সময় আপনার পাশে থাকুক, আপনার জীবনে উন্নতি হোক। 

* বাবা বিশ্বকর্মার আশীর্বাদে আপনার মনের সকল বাসনা পূরণ হোক। বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা! 

* বিশ্বকর্মা বিস্ময়কর সৃষ্টিকর্তা, তাঁর প্রকৃত জ্ঞানই মহাবিশ্বের স্রষ্টা। অতুল তেজ, তিনি জগতের দাতা, শুভ বিশ্বকর্মা পুজো।

 

POST A COMMENT
Advertisement