Baisakh 1428: বিয়ে বা গৃহপ্রবেশ! এক নজরে দেখে নিন বৈশাখের শুভ দিনগুলি

নববর্ষে নতুন পঞ্জিকা কেনার চল রয়েছে বাঙালি বাড়িতে। বাঙালি হিন্দুদের যাবতীয় শুভ কাজ হয় বাংলা ক্যালেন্ডার বা পঞ্জিকা অনুসারে। তাই বছরের প্রথম দিন জেনে নিন, বৈশাখ মাসে কোন কোন দিন শুভ। 

Advertisement
বিয়ে বা গৃহপ্রবেশ! এক নজরে দেখে নিন বৈশাখের শুভ দিনগুলি বৈশাখের শুভ দিন
হাইলাইটস
  • বাংলা সৌর ক্যালেন্ডারের প্রথম মাস বৈশাখের প্রথম দিনটিকে নববর্ষ বলে।
  • নববর্ষে নতুন পঞ্জিকা কেনার চল রয়েছে বাঙালি বাড়িতে।
  • হিন্দু ধর্ম মতে পঞ্জিকার এই তারিখগুলি মেনেই শুভ কাজ করতে হয়।

আজ পয়লা বৈশাখ (Poila Baisakh)। বাংলা বর্ষের প্রথম দিন। এই বছর ১৪২৮-এ পা দিলাম আমরা। বাংলা সৌর ক্যালেন্ডারের প্রথম মাস বৈশাখের প্রথম দিনটিকে নববর্ষ (Noboborsho), পহেলা বৈশাখ এবং পাহেলা বৈশাখের মতো বিভিন্ন নামে ভারতের অংশ ডাকা হয়। 

বৈশাখ আসার অনেক আগেই পাঁজি বা পঞ্জিকা (Panjika) ছাপা হয়ে যায়। নববর্ষে নতুন পঞ্জিকা কেনার চল রয়েছে বাঙালি বাড়িতে। বাঙালি হিন্দুদের যাবতীয় শুভ কাজ হয় বাংলা ক্যালেন্ডার বা পঞ্জিকা অনুসারে। তাই বছরের প্রথম দিন জেনে নিন, বৈশাখ মাসে কোন কোন দিন শুভ। 

 

বৈশাখ মাসে কোন কোন দিন শুভ

* পূর্ণিমা – ১৩ বৈশাখ  অর্থাৎ ২৭ এপ্রিল এবং অমাবস্যা – ২৭ বৈশাখ অর্থাৎ ১১ মে।

* একাদশী – ৯ বৈশাখ অর্থাৎ ২৩ এপ্রিল এবং  ২৩ বৈশাখ অর্থাৎ ৭ মে।

*  বিয়ের তারিখ – ৯, ১০, ১২, ১৩, ১৬, ১৮, ২৪ বৈশাখ। 

* গাত্র হরিদ্রার শুভ দিন – ৯, ১১, ১৫, ১৮, ১৯, ২৫, ২৯ বৈশাখ।

* বাসন্তী পূজা - ৫ বৈশাখ অর্থাৎ ১৯ এপ্রিল। 

* অন্নপূর্ণা পূজা - ৬ বৈশাখ অর্থাৎ ২০ এপ্রিল।  

* অক্ষয় তৃতীয়া - ৩০ বৈশাখ অর্থাৎ ১৪ মে।  

* দ্বিরাগমন – ২৯ বৈশাখ। 

* অন্নপ্রাশনের শুভ তারিখ – ১, ১১, ২৯ বৈশাখ।

* গৃহপ্রবেশ – ২৯ বৈশাখ।

* গৃহরাম্ভ – ২৯ বৈশাখ।

* দেবতা প্রতিষ্ঠা – ২৯ বৈশাখ। 

* সাধভক্ষণ - ৫,১১, ২৯ বৈশাখ। 

আরও পড়ুন: পয়লা বৈশাখে Whatsapp, Facebook, Instagram-এ শেয়ার করুন উইশ বার্তা 

হিন্দু ধর্ম মতে পঞ্জিকার এই তারিখগুলি মেনেই শুভ কাজ করতে হয়। যে কোনও পুজো, আচার, ও শুভ কাজে পঞ্জিকা আবশ্যক। মনে করা হয় এই দিনগুলিতে শুভ কাজ করলে সংসারের জন্য তা শুভ হয়।   

Advertisement

POST A COMMENT
Advertisement