scorecardresearch
 

Shab-e-Barat 2022 Wishes: শবে বরাত মুবারক! পরিজনকে শুভেচ্ছা জানান এই মেসেজের মাধ্যমে

Shab-e-Barat 2022 Wishes: সারা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীরা পালন করেন শবে বরাত পরব। ইসলামী ক্যালেন্ডারের অষ্টম মাস অর্থাৎ শাবান মাসের ১৪ ও ১৫ তম রাতে এই উৎসব পালন করার রীতি।

Advertisement
পরিজনকে পাঠান শবে বরাত ২০২২-র শুভেচ্ছা বার্তা পরিজনকে পাঠান শবে বরাত ২০২২-র শুভেচ্ছা বার্তা

শবে বরাত (Shab-e-Barat) একটি ইসলামী উৎসব (Muslim Festival)। সারা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীরা পালন করেন এই পরব। ইসলামী ক্যালেন্ডারের (Islami calendar) অষ্টম মাস অর্থাৎ শাবান মাসের ১৪ ও ১৫ তম রাতে এই উৎসব পালন করার রীতি। শবে বরাতকে ইসলামী বর্ষপঞ্জির পবিত্রতম রাত হিসাবে মনে করা হয়, যা লাইলাতুল-বরাত বা লাইলাতুল-বারা বা মধ্য শাবান নামেও পরিচিত। 

শবে বরাত ২০২২-র দিনক্ষণ (Shab-e-Barat 2022 Date & Time)

শবে বরাত মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব। এই বছর ১৮ মার্চ সূর্যাস্তের পর থেকে ১৯ মার্চ সকাল পর্যন্ত সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে।  

Shab-e-Barat mubarak in bangla Shab-e-Barat 2022 Wishes images- শবে বরাত ২০২২-র শুভেচ্ছা বার্তা

শবে বরাত ২০২২-র শুভেচ্ছা বার্তা (Shab-e-Barat 2022 Wishes) 

* সকলকে জানাই পবিত্র শবে বরাতের শুভেচ্ছা।  

* এই রাতে সমস্ত নেতিবাচক শক্তি পুড়ে এবং ইতিবাচক শক্তি আসুক জীবনে। শবে বরাত মোবারক! 

* আজ শবে বরাতের এই দিনে, আমি আপনার এবং আপনার পরিবারের ভালবাসা এবং সুখ কামনা করি। শবে বরাত মোবারক! 

আরও পড়ুন: কবে থেকে শুরু হবে রোজা? জানুন রমজান মাসের গুরুত্ব

 

Shab-e-Barat mubarak in bangla Shab-e-Barat 2022 Wishes images- শবে বরাত ২০২২-র শুভেচ্ছা বার্তা

* এই মহান রাতে, সমস্ত কিছু জন্য আল্লাহকে ধন্যবাদ। শবে বরাতের শুভেচ্ছা!

* এই পবিত্র দিনে আল্লাহ আপনার এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুক। শবে বরাত ২০২১ মোবারক! 

* আগামী দিনগুলি ভাল কাটুক। শবে বরাত মোবারক! 

* আল্লাহ সমস্ত পাপ মুক্ত করুক সকলের। শবে বরাত মোবারক আপনার ও আপনার পরিবারকে।

Advertisement

 

Shab-e-Barat mubarak in bangla Shab-e-Barat 2022 Wishes images- শবে বরাত ২০২২-র শুভেচ্ছা বার্তা

শবে বরাত পালনের নিয়ম (Shab-e-Barat 2022 Rituals & Rules)

বেশিরভাগ মানুষ সারা রাত জেগে থাকেন শবে বরাতে। সাধারণত মাঝে মধ্যে সংক্ষিপ্ত বিরতি নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং পবিত্র কোরান পাঠ করেন ভোর অবধি। অনেকে মৃত আত্মীয়দের জন্য ক্ষমা প্রার্থনা করে নিকটস্থ কবরস্থানগুলিতেও যান।এদিন দান ধ্যান করার নিয়ম রয়েছে। দরিদ্রদের অর্থ এবং খাদ্য বিতরণ করা হয় শবে বরাতে।

 

Shab-e-Barat mubarak in bangla Shab-e-Barat 2022 Wishes images- শবে বরাত ২০২২-র শুভেচ্ছা বার্তা

আরও পড়ুন: মার্চেই কুম্ভতে গমন করবে শুক্র! এই ৫ রাশির জীবনে সুসময়ের যোগ

ভারত, বাংলাদেশ দেশগুলিতে শবে বরাত উপলক্ষে বাড়িতে আয়োজন করা হয় বিভিন্ন স্বাদের খাবারের। যার মধ্যে রয়েছে পরোটা, হালুয়া, সুজি, সিমুই, মিষ্টি  ইত্যাদি। বর্তমানে অনেকে নেতিবাচক শক্তি দূর করতে বাজিও পোড়ায় এদিন। 

 

Advertisement