Home Skin Care Tips : সামনে পুজো, বাড়িতেই সহজ ৫ উপায়ে ফিরিয়ে আনুন মুখের জেল্লা

লোমকূপে ময়লা এবং তেল জমলে মুখে ব্ল্যাকহেডস তৈরি হতে শুরু করে। ব্ল্যাকহেডস ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয়। অনেকে ব্ল্যাকহেডস দূর করতে বিউটি প্রোডাক্ট ব্যবহার করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন বিউটি প্রোডাক্টের পরিবর্তে প্রাকৃতিক উপায়ে (Skin Treatment In Home) এগুলি সারানো ভাল। চলুন জেনে নেওয়া যাক ব্ল্যাকহেডস দূর কিছু সহজ ঘরোয়া উপায়।

Advertisement
সামনে পুজো, বাড়িতেই সহজ ৫ উপায়ে ফিরিয়ে আনুন মুখের জেল্লাপ্রতীকী ছবি
হাইলাইটস
  • পুজোর আগে ত্বকের যত্ন
  • বাড়িতেই রয়েছে সমাধান
  • জেনে নিন কিছু টিপস

সামনেই পুজো (Durga Puja 2022)। আর উৎসবের দিনগুলোতে নিজেকে সুন্দর করে সকলের সামনে তুলে ধরার ইচ্ছা প্রায় সকলেরই থাকে। তারজন্য পোশাকে যেমন গুরুত্ব দেওয়া হয়, তেমনই গুরুত্ব দেওয়া হয় মুখ এবং চেহারার সৌন্দর্যের ওপরেও। কিন্তু লোমকূপে ময়লা এবং তেল জমলে মুখে ব্ল্যাকহেডস তৈরি হতে শুরু করে। ব্ল্যাকহেডস ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয়। অনেকে ব্ল্যাকহেডস দূর করতে বিউটি প্রোডাক্ট ব্যবহার করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন বিউটি প্রোডাক্টের পরিবর্তে প্রাকৃতিক উপায়ে (Skin Treatment In Home) এগুলি সারানো ভাল। চলুন জেনে নেওয়া যাক ব্ল্যাকহেডস দূর কিছু সহজ ঘরোয়া উপায়।

বেকিং সোডা - বেকিং সোডা ব্রণ ছাড়াও ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করে। ২ চা চামচ জলে ১ চা চামচ বেকিং সোডা গুলে নিন। এই পেস্টটি ১৫-২০ মিনিটের জন্য মুখে লাগিয়ে রাখুন এবং তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

গ্রিন টি - গ্রিন টি-তে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের মৃত কোষ দূর করে এবং ব্ল্যাকহেডস পরিষ্কার করে। জলে কিছু শুকনো গ্রিন টি লিফ মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং ব্ল্যাকহেডসের উপর লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ডিম - ডিমের সাদা অংশ কালো দাগ দূর করতে খুবই কার্যকরী। ডিমের সাদা অংশের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিন। এরপর সেটি মুকে লাগিয়ে শুকিয়ে নিন। কিছুক্ষণ অপেক্ষা করার পর মুখ ধুয়ে ফেলুন। এটি নিশ্চিতভাবে মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে।

টমেটো - টমেটোর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যা ত্বকের কালো দাগ দূর করে। ঘুমানোর আগে টমেটোর পাল্প মুখে লাগান। সকালে ঘুম থেকে ওঠার পর দেখবেন মুখ উজ্জ্বল হয়ে গিয়েছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দারুচিনি পাউডার - ১ চা চামচ দারুচিনি গুঁড়োর মধ্যে লেবুর রস মিশিয়ে নিন। তাতে সামান্য হলুদও মেশাতে পারেন। এরপর পেস্টটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বকের মৃত কোষ দূর করে উজ্জ্বলতা ফিরিয়ে আনে। 

Advertisement

আরও পড়ুনএকটি চিন্তা-ই জীবনে ব্যর্থতা আনে, কীভাবে সামলাবেন? পদ্ধতি


 

POST A COMMENT
Advertisement