scorecardresearch
 

Valentine Week 2022 : আসছে ভ্য়ালেন্টাইন উইক, Rose Day থেকে Valentine's Day, কবে কী?

Valentine Week 2022: ভ্য়ালেন্টাই উইক (Valentine Week 2022) সাতদিন ধরে চলে। যা শুরু হয় ৭ ফেব্রুয়ারি থেকে। আর চলে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। সেই সপ্তাহের শেষ দিন মানে ১৪ ফেব্রুয়ারি ভ্য়ালেন্টাইনস ডে (Valentine's Day 2022) হিসেবে পালন করা হয়।

Advertisement
আসছে ভ্যালেন্টাইন উইক (প্রতীকী ছবি/গেটি ইমেজেস) আসছে ভ্যালেন্টাইন উইক (প্রতীকী ছবি/গেটি ইমেজেস)
হাইলাইটস
  • ফেব্রুয়ারি মাসকে প্রেমের মাস বললে মোটেই ভুল বলা হবে না
  • এই মাসের অপেক্ষা সারা বছর ধরে করেন প্রেমিক-প্রেমিকারা
  • ফ্রেবুয়ারি মাসে পড়ে ভ্য়ালেন্টাইন উইক

Valentine Week 2022: ফেব্রুয়ারি মাসকে প্রেমের মাস বললে মোটেই ভুল বলা হবে না। বলা যেতে পারে এই মাসের অপেক্ষা সারা বছর ধরে করেন প্রেমিক-প্রেমিকারা। ফ্রেবুয়ারি মাসে পড়ে ভ্য়ালেন্টাইন উইক (Valentine Week 2022)। কাপলদের জন্য এটা খুবই প্রিয় একটা সময়।

এই সময়ে অনেকে নিজের পার্টনারকে প্রোপোজ করেন। মানে প্রেম প্রস্তাব দেন। ভ্য়ালেন্টাই উইক (Valentine Week 2022) সাতদিন ধরে চলে। যা শুরু হয় ৭ ফেব্রুয়ারি থেকে। আর চলে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। সেই সপ্তাহের শেষ দিন মানে ১৪ ফেব্রুয়ারি ভ্য়ালেন্টাইনস ডে (Valentine's Day 2022) হিসেবে পালন করা হয়।

পুরো সপ্তাহ (Valentine Week 2022)-এ কাপল একে অপরকে ফুল, উপহার, চকোলেটের মতো জিনিস দেন। নিজের ভালবাসার কথা বলেন। ভ্যালেন্টাইন উইক (Valentine Week 2022)-এর প্রতিটি দিনের আলাদা গুরুত্ব রয়েছে।

ভ্য়ালেন্টাইন উইক পুরো তালিকা (Valentine Week 2022 Full List)
৭ ফেব্রুয়ারি - রোজ ডে ( Rose Day 2022)
৮ ফেব্রুয়ারি - প্রোপোজ ডে (Propose Day 2022)
৯ ফেব্রুয়ারি - চকোলেট ডে (Chocolate Day 2022)
১০ ফেব্রুয়ারি - টেডি ডে (Teddy Day 2022)
১১ ফেব্রুয়ারি - প্রমিস ডে (Promise Day 2022)
১২ ফেব্রুয়ারি - হাগ ডে (Hug Day 2022)
১৩ ফেব্রুয়ারি - কিস ডে (Kiss Day 2022)
১৪ ফেব্রুয়ারি - ভ্য়ালেন্টাই ডে (Valentine's Day 2022)

৭ ফেব্রুয়ারি - রোজ ডে ( Rose Day 2022)
এই দিনটি হল ভ্য়ালেন্টাইন উইক (Valentine Week 2022)-এর প্রথম দিন। এই দিন লোকেরা নিজের পার্টনারকে ফুল দিয়ে ভাললাগার কথা জানায়। এই দিন লাল গোলাপ দেওয়া হয়। যা প্রেমের প্রতীক হিসেবে মানা হয়।

৮ ফেব্রুয়ারি - প্রোপোজ ডে (Propose Day 2022)
এটা ভ্য়ালেন্টাইন উইক (Valentine Week 2022)-এর দ্বিতীয় দিন। এই দিন যে যাঁকে ভালবাসেন, তাঁকে নিজের মনের কথা বলে দেন। কাপলদের জন্য এই দিনটা গুরুত্বপূর্ণ। কারণ তাঁরা একে অপরের মনের কথা জানতে পারেন।

Advertisement

৯ ফেব্রুয়ারি - চকোলেট ডে (Chocolate Day 2022)
এই দিন উপহার হিসেবে চকোলেট দেওয়া হয়। এখন বিভিন্ন রকমের চকোলেট পাওয়া যায়। 

১০ ফেব্রুয়ারি - টেডি ডে (Teddy Day 2022)
এই দিনে উপহার হিসেবে দেওয়া হয় টেডি। ছোট থেকে বড়- বিভিন্ন রকমের টেডি পাওয়া যায়। 

১১ ফেব্রুয়ারি - প্রমিস ডে (Promise Day 2022)
এই দিন প্রতিশ্রুতি দেওয়া হয। তাঁরা আজীবন একে অপরের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন।

১২ ফেব্রুয়ারি - হাগ ডে (Hug Day 2022)
এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রিয় মানুষের স্পর্শ আলাদা অনুভূতি তৈরি করে। অনেক না বলে কথা বলে দেয় পলকে। তাই পার্টনারকে জড়িয়ে ধরে অনেক নিজের মনের কথা বলে দিতে পারেন।

১৩ ফেব্রুয়ারি - কিস ডে (Kiss Day 2022)
প্রথম চুম্বন সব মানুষের মনে থাকে। আপনি কিসের মাধ্যমে পার্টনারকে ভালবাসার কথা জানাতে পারেন। কিসকে ভালবাসা জানানোর সবথেকে ভাল অভিব্যক্তি বলে মানা হয়। এই দিন আপনি আপনার পার্টনারের কপালে, হাতে বা ঠোঁটে চুমু খেয়ে নিজের ভালবাসার কথা বলতে পারেন।

১৪ ফেব্রুয়ারি - ভ্য়ালেন্টাই ডে (Valentine's Day 2022)
এই দিন (Valentine's Day 2022) কাপল একে অপরের সঙ্গে বেশি করে সময় কাটান। থাকে বিভিন্ন সারপ্রাইজ। অনেকে ঘুরতে যান। অনেকে নিজের পার্টনারকে নয়ে লাঞ্চ বা ডিনারে যান। অনেকে আবার পার্টনারের প্রিয় পদ বানিয়ে খাওয়ান।

 

Advertisement