scorecardresearch
 
Advertisement
পর্যটন

Snowfall Darjeeling Bhutan Sikkim: দার্জিলিং, ভুটানে তুষারপাত; আরও বরফ পড়ার পূর্বাভাসে পর্যটকদের পোয়াবারো

দার্জিলিং, ভুটানে তুষারপাত
  • 1/10

দার্জিলিংয়ের সান্দাকফুতে বছরের প্রথম তুষারপাত হয়েছে বৃহস্পতিবার। মরশুমের প্রথম তুষারপাত হওয়াতে উৎসাহ খানিকটা বেশিই ছিল সকলের মধ্যে।
 

দার্জিলিং, ভুটানে তুষারপাত
  • 2/10

ঘুরতে এসে পর্যটকরা আচমকা তুষারপাতের মুখোমুখি আনন্দে আত্মহারা ছিলেন। অনেককেই বরফ তুলে ছোড়াছুড়ি করে খেলতে দেখা গিয়েছে।

দার্জিলিং, ভুটানে তুষারপাত
  • 3/10

আবহাওয়ার পূর্বাভাসে জানা গিয়েছে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত সিকিমের উচু পাহাড়গুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নীচু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Advertisement
দার্জিলিং, ভুটানে তুষারপাত
  • 4/10

এদিকে ডিসেম্বরের মাসের প্রথম সপ্তাহেও শীত সেভাবে পড়েনি। তবে বৃহস্পতিবার একদিকে উঁচু এলাকায় তুষারপাত ও নীচু এলাকা সহ শিলিগুড়িতেও হালকা বৃষ্টি হওয়ায় তাপমাত্রা অনেকটাই নেমে গেল।

দার্জিলিং, ভুটানে তুষারপাত
  • 5/10

এদিন দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও দার্জিলিং ছাড়া আর কোনও জেলায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই এই মুহূর্তে।

দার্জিলিং, ভুটানে তুষারপাত
  • 6/10

আগামী ৩ দিনে পাহাড় সহ সমতলে তাপমাত্রা বেশ কিছুটা কমবে। বিশেষ করে রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি কমার সম্ভাবনা থাকছে। জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

 

দার্জিলিং, ভুটানে তুষারপাত
  • 7/10

এদিকে সান্দাকফুর পাশাপাশি ভুটানেও তুষারপাত হয়েছে শুক্রবার। সিকিমে ২ সপ্তাহ আগে তুষারপাত হয়েছিল। আবার হতে পারে বলে জানানো হয়েছে।

Advertisement
দার্জিলিং, ভুটানে তুষারপাত
  • 8/10

বৃহস্পতিবার দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়। সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হয়। যা তাপমাত্রা খানিকটা নামিয়ে এনেছে।

দার্জিলিং, ভুটানে তুষারপাত
  • 9/10

তবে প্রকৃত তাপমাত্রা পতন হতে আরও ৪-৫ দিন লাগবে বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন ছিল ঝঞ্ঝার প্রভাবে।

দার্জিলিং, ভুটানে তুষারপাত
  • 10/10

রোদ উঠলেই তাপমাত্রা পড়বে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। ফলে পাকাপাকি শীত প্রায় দোরগোড়ায় বলাই যায়। সেই সঙ্গে সোনায় সোহাগা এনে দিয়েছে তুষারপাত।

Advertisement