Amazing Facts: বিদেশের এই দ্বীপের ৩৭%-ই ভারতীয়! বেড়াতে গেলে ৩ মাস লাগে না ভিসা

Amazing Facts Trinidad Tobago: ত্রিনিদাদ ও টোবাগো সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখা করবেন সেদেশের প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসরের সঙ্গে। নাম শুনেই আশা করি ভারতের ছোঁয়া বুঝতে পারছেন?

Advertisement
বিদেশের এই দ্বীপের ৩৭%-ই ভারতীয়! বেড়াতে গেলে ৩ মাস লাগে না ভিসাছবি: এআই
হাইলাইটস
  • ত্রিনিদাদ ও টোবাগো সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
  • এই দ্বীপরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক প্রায় ১৮০ বছরের পুরনো।
  • ত্রিনিদাদ ও টোবাগোর প্রাকৃতিক সৌন্দর্যের কোনও তুলনা হয় না।

Amazing Facts: ত্রিনিদাদ ও টোবাগো সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখা করবেন সেদেশের প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসরের সঙ্গে। নাম শুনেই আশা করি ভারতের ছোঁয়া বুঝতে পারছেন? আসলে, প্রায় ১৪ হাজার কিলোমিটার দূরের এই দ্বীপরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক প্রায় ১৮০ বছরের পুরনো। আর সেখানকার সংস্কৃতিতেও তার ছাপ স্পষ্ট।

ত্রিনিদাদ ও টোবাগোর প্রাকৃতিক সৌন্দর্যের কোনও তুলনা হয় না। পাশাপাশি সেখানকার ভারতীয় সংস্কৃতিও বেশ রঙিন। দীপাবলি থেকে শুরু করে গণেশ চতুর্থী, সবই পালন হয় এই দ্বীপ দেশে।

ভারত-যোগ

বর্তমানে ত্রিনিদাদ ও টোবাগোর প্রায় ৩৭ শতাংশ মানুষই ভারতীয় বংশোদ্ভূত। দেশের মোট জনসংখ্যার এক চতুর্থাংশই হিন্দু। দীপাবলির সময়ে দেশজুড়ে একেবারে উত্তর ভারতের মতোই উৎসব-অনুষ্ঠান হয়। এই অঞ্চলের অধিকাংশ ভারতীয়ের পূর্বপুরুষরা একসময় বিহার, পূর্ব উত্তরপ্রদেশ  ও পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন।
Trinidad and Tobago Latest News, Updates in Hindi | त्रिनिदाद और टोबैगो के  समाचार और अपडेट - AajTak

১৮৪৫ থেকে ১৯১৭ সালের মধ্যে শ্রমিক হিসেবে বহু ভারতীয় সেখানে যান। পরে তাঁরা সেখানেই পাকাপাকিভাবে থাকতে শুরু করেন। ক্রমেই জীবনযাত্রার মান উন্নত হয়। কঠোর পরিশ্রম, ব্যবসা, পড়াশোনার মাধ্যমে ভাগ্য বদলে যায় এই ভারতীয়দের। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ীদের প্রজন্ম ত্রিনিদাদ-টোবাগোর চেহারা পাল্টে দেয়। বর্তমানে সেন্ট্রাল ত্রিনিদাদ অঞ্চলে ভারতীয়দের সংখ্যাই সবচেয়ে বেশি।

ভারতীয় ঐতিহ্য 

ত্রিনিদাদ-টোবাগোর অর্থনীতি খনিজ তেল নির্ভর। তবে এখানে পর্যটন শিল্পও খুব স্ট্রং। ছবির মতো সৈকত, পাহাড়, জঙ্গলের টানে বিশ্বের বহু মানুষ এখানে ছুটি কাটাতে আসেন। সেই সঙ্গে রঙিন সংস্কৃতি তো আছেই। 

মজার বিষয়টি হল, ভারতের পাসপোর্টধারীরা এখানে ৯০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই থাকতে পারেন।

একনজরে ত্রিনিদাদ ও টোবাগো

  • রাজধানী: পোর্ট অফ স্পেন

  • কোথায়: ক্যারিবিয়ান (যদিও দক্ষিণ আমেরিকার কাছাকাছি)

  • দীপরাষ্ট্র: ২টি বড় ও কয়েকটি ছোট দ্বীপ নিয়ে তৈরি

  • স্বাধীনতা: ১৯৬২ সালে

  • গণতন্ত্র স্থাপন: ১৯৭৬ সালে

কীভাবে যাবেন?

ত্রিনিদাদ ও টোবাগোর মূল বিমানবন্দনরটি হল 'পিয়ার্কো আন্তর্জাতিক বিমানবন্দর'। ভারতের বড় বড় শহরগুলি থেকে ডাইরেক্ট ফ্লাইট পাবেন। দিল্লি থেকে ওয়ান ওয়ে বিমানের ভাড়া প্রায় ৬০,০০০ টাকা। পৌঁছানোর পর পাবলিক ট্রান্সপোর্টেই ঘুরে নিতে পারবেন। বাসে যাতায়াত করলে খরচ কম। তবে প্রাইভেট ট্যাক্সি তুলনায় বেশ খরচসাপেক্ষ।

Advertisement

একদিকে ভারতের সংস্কৃতি, অন্যদিকে ক্যারিবিয়ান প্রাকৃতিক সৌন্দর্য— এই দুইয়ের অসাধারণ মেলবন্ধনই হল ত্রিনিদাদ ও টোবাগো। PM মোদীর এই সফরের পর সেখানে ভারতীয়দের বেড়াতে যাওয়ার প্রবণতা বাড়তে পারে, মত পর্যটন মহলের।

POST A COMMENT
Advertisement