Lucky Zodiacs Till 31 March: ৩১ মার্চ পর্যন্ত বছরের সেরা সময় ৫ রাশির, যা করবেন তাতেই সাফল্য

মীন রাশিতে বুধ, সূর্য ও বৃহস্পতির উপস্থিতির কারণে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকারা প্রভূত লাভবান হবেন। আগামী ৩১ মার্চ পর্যন্ত সময়টা ভালো যাবে তাঁদের।

Advertisement
৩১ মার্চ পর্যন্ত বছরের সেরা সময় ৫ রাশির, যা করবেন তাতেই সাফল্যBudh Surya Guru Rashifal
হাইলাইটস
  • বুধ, বৃহস্পতি ও সূর্য মীন রাশিতে।
  • ৫ রাশির ভাগ্যোদয়।

জ্যোতিষশাস্ত্রে গ্রহের মিলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। গ্রহের সংযোগ সমস্ত রাশির উপর প্রভাব ফেলে। ১৬ মার্চ থেকে বুধ, সূর্য ও দেবগুরু মীন রাশিতে অবস্থান করছেন। মীন রাশিতে বুধ, সূর্য ও বৃহস্পতির উপস্থিতির কারণে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকারা প্রভূত লাভবান হবেন। আগামী ৩১ মার্চ পর্যন্ত সময়টা ভালো যাবে তাঁদের। চলুন জেনে নেওয়া যাক বুধ, সূর্য এবং বৃহস্পতি যুতি কোন কোন রাশির উপকার করতে চলেছে- 

মিথুন- এই রাশির জাতক-জাতিকারা শুভ ফল পাবেন। এই সময়ে আপনি  শত্রুদের উপর জয়ী হবেন। কর্মক্ষেত্রে সম্মান পাবেন। অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে ভালো হবে। স্বাস্থ্যের উন্নতি হবে। বিবাহিত জীবন সুখের হবে। অর্থলাভ হবে আপনা। অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হবেন।

কর্কট- এই সময় সুখবর পাবেন। পরিজনদের সঙ্গে সম্পর্কের মধুরতা বাড়বে। যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা শুভ ফল পেতে পারেন। আত্মবিশ্বাস বাড়বে। বিবাহিত জীবন সুখী হবে। অর্থ লাভ করবেন। অর্থনৈতিক দিককে শক্তিশালী হবেন।

আরও পড়ুন- ২২ মার্চ হিন্দু নববর্ষ ২০৮০, শনির কৃপায় সারাবছর সাফল্য-সমৃদ্ধি ৫ রাশির 

সিংহ- এই সময় আপনার জন্য় শুভ বলা যেতে পারে। অর্থ সংক্রান্ত বিষয়ে সাফল্য অর্জিত হবে। সমাজে সম্মান বাড়বে। সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বিনিয়োগ করার পরিকল্পনা থাকলে এটা উত্তম সময়। যে কোনও ধরনের লেনদেনের জন্য সময়টি শুভ।

বৃশ্চিক- এই সময়টি এই রাশির জাতক-জাতিকাদের জন্য আশীর্বাদের চেয়ে কম নয়। এই সময়ে আপনার সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে লাভ হবে। সূর্যের গমনে আপনি সাফল্য পাবেন। আয়ের নতুন সুযোগ আসবে। ব্যবসায়ীরা লাভ করতে পারে।

আরও পড়ুন- শরীরের কোন অংশের তিল শুভ, আর কোনটা অশুভ? যা বলছে শাস্ত্র

Advertisement

মীন- সাহস এবং শক্তি বাড়বে। আপনি কর্মক্ষেত্রে সহকর্মীদের সম্পূর্ণ সমর্থন পাবেন। কঠোর পরিশ্রমের ফল পাবেন। বাড়বে প্রতিপত্তি। অর্থলাভ হবে। যা অর্থনৈতিক দিক থেকে আপনাকে শক্তিশালী করবে। আপনার জন্য সময়টি শুভ।

 

POST A COMMENT
Advertisement