scorecardresearch
 

Holi 2023 remedies: দোলের দিন করুন এই ৬ টোটকা, সংসার ফিরবে সুখ-সমৃদ্ধি

মঙ্গলবার গোটা বাংলা জুড়ে পালন করা হবে দোল। এইদিন অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে এইদিন কিছু টোটকা করলে সংসারে শান্তি বিরাজ করবে বছরভর। আর ঠিকমতো করতে পারলে জীবনে দ্বিগুণ সুখ-সমৃদ্ধি আসবে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন টোটকায় ঘরে সুখ-সমৃদ্ধি আসবে।

Advertisement
হোলির দিন করুন এই টোটকাগুলি হোলির দিন করুন এই টোটকাগুলি
হাইলাইটস
  • মঙ্গলবার গোটা বাংলা জুড়ে পালন করা হবে দোল।
  • এইদিন অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়
  • জ্যোতিষশাস্ত্রে এইদিন কিছু টোটকা করলে সংসারে শান্তি বিরাজ করবে বছরভর।

মঙ্গলবার গোটা বাংলা জুড়ে পালন করা হবে দোল। এইদিন অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে এইদিন কিছু টোটকা করলে সংসারে শান্তি বিরাজ করবে বছরভর। আর ঠিকমতো করতে পারলে জীবনে দ্বিগুণ সুখ-সমৃদ্ধি আসবে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন টোটকায় ঘরে সুখ-সমৃদ্ধি আসবে। 

সত্যনারায়ণের পুজো
এই দিন বাড়িতে অবশ্যই রাধাকৃষ্ণের পুজো করা এবং সত্য নারায়ণের ব্রত বাড়িতে করা অত্যন্ত শুভ। পুজোর পর সেই প্রসাদ আশপাশে থাকা সকলের মধ্যে বিতরণ করতে হবে। প্রসাদে সিন্নি অবশ্যই রাখবেন। 

আরও পড়ুন: হোলির পরে প্রমোশন, শনি এবং গুরুর সংযোগে ৫ রাশির কপাল খুলতে পারে

খিচুড়ি ভোগ
এই দিন সন্ধ্যাবেলায় খিচুড়ি ভোগ রাধাকৃষ্ণের যুগল মুর্তিতে অর্পণ করুন। এটা করলে রাধা-কৃষ্ণের কৃপা সর্বদাই আপনি পাবেন। আপনার সংসার সুখে-শান্তিতে ভরে যাবে। 

আরও পড়ুন: হোলির পর ৩ রাশিতে গজলক্ষ্মী রাজযোগ, চাকরি-ব্যবসায় উন্নতি; আসতে পারে বিয়ের সম্বন্ধও

ইঁদুরের গর্ত থেকে মাটির টোটকা
এই দিন ইঁদুরের গর্তের মাটি একটা পাত্রে নিয়ে, লাল কাপড়ে মুড়ে, বাড়ির ঈশান কোণে রেখে দিন এবং প্রতিদিন জল অর্পণ করুন।

আরও পড়ুন: হোলি থেকে ভাগ্যের চাকা ঘুরছে ৫ রাশির, শনির দয়ায় ভাগ্যের সঙ্গ

জোয়ারের জল
দোলযাত্রার দিন একটা পাত্রে জোয়ারের জল এবং কাঁচা দুধ একত্রে মিশিয়ে চন্দ্র দেবকে অর্পণ করুন।

দোলের দিন কী খাওয়া উচিত
দোলের দিন অনেকেই বাড়িতে আমিষ খাবার রান্না করে থাকেন। তবে এইদিন একেবারে নিরামিষ খাবার রান্না করা ও খাওয়া উচিত। এতে বাড়িতে শান্তি থাকে। 

দেবতাদের চরণে আবির দিন
দোলের দিন অন্যদের আবির দেওয়ার আগে বাড়িতে নিত্য পুজো করার সময়ে অবশ্যই দেব-দেবতার চরণে আবির দিন।

Advertisement

Advertisement