হিন্দু ক্যালেন্ডার অনুসারে ৬ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে ফাল্গুন মাস। তবে বাংলা ক্যালেন্ডার মতে, ফাল্গুন মাস শুরু হচ্ছে ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে। ফলে এই মাসে বেশ কয়েকটি রাশির জীবনে আসতে চলেছে ইতিবাচক পরিবর্তন। ফাল্গুন মাস শুভ হতে চলেছে ৪ রাশির জাতক-জাতিকাদের।
মেষ রাশি- মনে শান্তি ও সুখের অনুভূতি থাকবে। কাজে ইতিবাচক ফল পাবেন। অন্য জায়গায় যেতে হতে পারে। চাকরিতে সহকর্মীদের সহায়তা পাবেন। আপনার কাজের জায়গায় অবস্থান পরিবর্তন হতে পারে। কথাবার্তায় সংযম থাকলে সময় ভালো যাবে। পোশাক কেনার প্রবণতা বাড়বে৷ পাবেন। জীবনে অগ্রগতির পথ সুগম হবে। আয় বাড়বে। বাড়বে সঞ্চিত সম্পদও। পরিজনদের সাহায্য পাবেন।
মিথুন রাশি- আপনার আত্মবিশ্বাস বাড়বে। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। সুখ থাকবে মনে। বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। চাকরিতে অবস্থান পরিবর্তনের সম্ভাবনা। মনে শান্তি ও সুখের অনুভূতি থাকবে। আত্মবিশ্বাসী হোন কিন্তু অতি-উৎসাহী হওয়া এড়িয়ে চলুন। পরিজনদের কাছ থেকে অর্থসাহায্য পেতে পারেন। চাকরিতে সিনিয়রদের সহযোগিতা পাবেন। ব্যবসায় উন্নতির যোগ।
আরও পড়ুন- খারাপ সময় শেষ হবে ৬ মার্চ, শনির দয়ায় ৬ রাশির অচ্ছে দিন শুরু
সিংহ রাশি- সম্পত্তি থেকে আয় বাড়বে। মায়ের কাছ থেকে টাকা পাবেন। শিল্প ও সঙ্গীতের প্রতি ঝোঁক বাড়বে৷ কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আয় বাড়বে। পারিবারিক জীবনে সুখী হবেন। সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। চাকরিতে উন্নতির সম্ভাবনা তৈরি হচ্ছে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। আয় বাড়বে। গাড়ি কিনতে পারেন আপনি।
ধনু রাশি- আত্মবিশ্বাস বাড়বে। কাজের প্রতি উদ্যম থাকবে। চাকরি ও ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ। স্থান বদল করতে পারেন। সহকর্মীদের সহযোগিতা পাবেন। মনে শান্তি থাকবে। চাকরির কাজের চাপ বাড়লেও আখেরে লাভবান হবেন। আয় বাড়তে পারে। ইতিবাচক পরিবর্তন আসবে জীবনে।
আরও পড়ুন- শিবরাত্রির দু'দিন আগে সুসময় শুরু ৫ রাশির, লক্ষ্মীর কৃপায় অর্থলাভ-সাফল্য