scorecardresearch
 

Shani Lucky Zodiacs From 6 March: খারাপ সময় শেষ হবে ৬ মার্চ, শনির দয়ায় ৬ রাশির অচ্ছে দিন শুরু

আগামী ৬ মার্চ শনি আবার কুম্ভ রাশিতে উদিত হবে। শনির উত্থানের কারণে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকারা সুবিধা পেতে চলেছেন। ৬ মার্চ থেকে পরের ৩০ দিন তাঁদের উপরে থাকবে শনির কৃপা। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জন্য শনির উদয় শুভ দিন নিয়ে আসবে-

Advertisement
Shani Uday Rashifal 2023 শনি উদয় রাশিফল ২০২৩। Shani Uday Rashifal 2023 শনি উদয় রাশিফল ২০২৩।
হাইলাইটস
  • ৬ মার্চ উদয় হচ্ছেন অস্ত যাওয়া শনি।
  • কপাল ফিরবে ৬ রাশির।

জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। শনির রাশিবদল তাই বিরাট প্রভাব পেলে মানব জীবনে। বর্তমানে কুম্ভ রাশিতে অস্ত গিয়েছে শনি। যে ঘটনা ঘটেছিল ৩১ জানুয়ারি। জ্যোতিষী অরুণেশকুমার শর্মা জানিয়েছেন, আগামী ৬ মার্চ শনি আবার কুম্ভ রাশিতে উদিত হবে। শনির উত্থানের কারণে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকারা সুবিধা পেতে চলেছেন। ৬ মার্চ থেকে পরের ৩০ দিন তাঁদের উপরে থাকবে শনির কৃপা। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জন্য শনির উদয় শুভ দিন নিয়ে আসবে-

বৃষ-শনিদেব উদয়ের সঙ্গে সঙ্গে লাভবান হবেন বৃষ রাশির জাতক-জাতিকারা। তাঁরা বিস্তর আর্থিক লাভ পেতে চলেছেন। কেটে যাবে খারাপ সময়। এই রাশির জাতক-জাতিকারা কর্মজীবন ও ব্যবসায় লাভবান হবেন। যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা সাফল্য পাবেন। ব্যবসা শুরু করার জন্যও এটা আদর্শ সময়। এই অনুকূল সময়ে বিনিয়োগ করলেও লাভের মুখ দেখবেন।  

সিংহ- এই রাশির জাতক-জাতিকাদের জন্য শনির উদয় লাভজনক হবে। তাঁদের সুসময় শুরু হবে। নানাভাবে উপকৃত হবেন তাঁরা। শনিদেবের আশীর্বাদে তাঁরা সুসংবাদ পেতে পারেন। যার অপেক্ষায় তাঁরা বহুদিন ধরে রয়েছেন। জীবনে আসবে সুখ। ভাগ্য থাকবে আপনার সঙ্গে। ঋণ থেকে মুক্তি পাবেন। অর্থের দিক থেকে অবস্থা ভালো হবে।

কুম্ভ-শনিদেব উদিত হলে কুম্ভ রাশির জাতক-জাতিকারা ইতিবাচক ফল পাবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তাদের কাছ থেকে প্রশংসা পাবেন। সমাজে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। নতুন চাকরির সুযোগ পাবেন। স্ত্রীর সঙ্গে সম্পর্কে মাধুর্য থাকবে। আপনি তাঁদের সঙ্গে সুসময় কাটাতে পারবেন। অবিবাহিতরা মনের মানুষ পেতে পারেন। ৬ মার্চ থেকে আপনার খারাপ সময়ের অবসান হবে। 

আরও পড়ুন- শিবরাত্রির দু'দিন আগে সুসময় শুরু ৫ রাশির, লক্ষ্মীর কৃপায় অর্থলাভ-সাফল্য

তুলা- এই রাশির জাতক-জাতিকাদের জন্য লাকি হতে চলেছেন শনিদেব। শনির উদয়ে চাকরি ও ব্যবসায় লাভবান হবেন। কর্মক্ষেত্রে আসা সমস্যা থেকে মুক্তি পাবেন। সুখ-সমৃদ্ধি আসবে আপনার কাছে। ভাগ্য হবে উজ্জ্বল। আপনি কঠোর পরিশ্রমের ফল পাবেন।

Advertisement

মেষ-৬ মার্চ থেকে পরের ৩০ দিন মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই মঙ্গলময় হতে চলেছে। এই সময়ে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দূর হবে। কাজে কোনও বাধা থাকলে তা দূর হবে। কর্মজীবনে উন্নতির সুযোগ আসবে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।

বৃশ্চিক-এই রাশির জাতক-জাতিকাদের বর্তমানে শনির ঢাইয়া চলছে। শনির উদয় হলে সমস্যা অনেকটা কমে যাবে। অর্থনৈতিকভাবে আপনি লাভবান হবেন। যে কোনও কাজে পাবেন ভাগ্যের সঙ্গ। পরিশ্রমের ফল মিলবে। 

আরও পড়ুন- শুরু হচ্ছে হিন্দু নববর্ষ, ভাগ্য চমকাবে ৬ রাশির, সুখ-সমৃদ্ধির যোগ

Advertisement