scorecardresearch
 

Hindu Nav Varsh Rashifal 2080: শুরু হচ্ছে হিন্দু নববর্ষ, ভাগ্য চমকাবে ৬ রাশির, সুখ-সমৃদ্ধির যোগ

Vikram Samvat 2080: হিন্দু নববর্ষ শুরু হবে চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি অর্থাৎ ২২ মার্চ থেকে। এবার হিন্দু নববর্ষ ২০৮০ একটি বিরল যোগে শুরু হচ্ছে। যা ৩০ বছর পর গঠিত হয়েছে। শনিদেব ৩০ বছর পর কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন। অন্যদিকে বৃহস্পতি ১২ বছর পর মেষ রাশিতে প্রবেশ করবেন। যে কারণে এবারের নববর্ষের গুরুত্ব আরও বেড়েছে।

Advertisement
Hindu Nav Varsh 2023 Rashifal 2023। হিন্দু নববর্ষ ২০২৩। Hindu Nav Varsh 2023 Rashifal 2023। হিন্দু নববর্ষ ২০২৩।
হাইলাইটস
  • হিন্দু নববর্ষ শুরু হবে চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি অর্থাৎ ২২ মার্চ থেকে।
  • এবার হিন্দু নববর্ষ ২০৮০ একটি বিরল যোগে শুরু হচ্ছে।

হিন্দু পঞ্জিকা মতে,প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে হিন্দু নববর্ষ শুরু হয়। এ দিন থেকেই শুরু হয় চৈত্র নবরাত্রিও।  নতুন বছর ২০৮০ বিক্রম সংবত। বুধবার থেকে শুরু হবে নতুন বছর। নতুন হিন্দু নববর্ষে  রাজা হবেন বুধ আর শুক্র হবেন  মন্ত্রী। এবার হিন্দু নববর্ষ ২০৮০ একটি বিরল যোগে শুরু হচ্ছে। যা ৩০ বছর পর গঠিত হয়েছে। শনিদেব ৩০ বছর পর কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন। অন্যদিকে বৃহস্পতি ১২ বছর পর মেষ রাশিতে প্রবেশ করবেন। যে কারণে এবারের নববর্ষের গুরুত্ব আরও বেড়েছে। হিন্দু নববর্ষ শুরু হবে চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি অর্থাৎ ২২ মার্চ থেকে। 

ধনু- নতুন বছর আপনার জন্য শুভ হতে চলেছে। জানুয়ারিতে আপনি শনির সাড়ে সাতি থেকে মুক্তি পেয়েছেন। নতুন বছরে ২২  এপ্রিল থেকে বৃহস্পতি আপনার রাশির পঞ্চম ঘরে প্রবেশ করবে। যে কারণে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। আপনার প্রেমজীবন সুখকর হবে। রয়েছে বিয়ের যোগ। দুর্দান্ত কাটবে দাম্পত্যও। অর্থলাভের নতুন নতুন উৎস তৈরি হবে। সম্পত্তিও কিনতে পারেন। ব্যবসায় রয়েছে উন্নতির যোগ। 

তুলা- তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য নতুন বছর অনুকূল হতে চলেছে। কারণ আপনার উপর থেকে শনির সাড়ে সাতির প্রভাব শেষ হয়ে গিয়েছে। একই সময়ে দেবগুরু শুভ দৃষ্টিও আপনার রাশিতে থাকবে।  কেটে যাবে বিবাহের বাধা। শুভ ফল পাবেন। মামলা-মোকদ্দমায় সাফল্য পেতে পারেন। ভালো লাভ পেতে পারে ব্যবসায়ীরা। বড় চুক্তি চূড়ান্ত হতে পারে।

মিথুন- হিন্দু নববর্ষ আপনাদের জন্য উপকারী হতে পারে। এই বছরে বৃহস্পতি আপনার রাশির লাভের স্থানে থাকবে। আপনি পুরানো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। এই সময়ের মধ্যে আপনার আয় বাড়তে পারে। পরিবারে শুভ অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে। ভাগ্যও এই বছর আপনার সঙ্গে থাকবে। ঝুঁকির বিনিয়োগ থেকে লাভবান হবেন। চাকরি বা ব্যবসায় পরিবর্তনের জন্য চেষ্টা করলে সাফল্য পাবেন। আপনার আয়ের নতুন উৎস তৈরি হবে।

Advertisement

মেষ- মেষ রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। আটকে থাকা সব কাজ শেষ হবে। দীর্ঘদিনের অসুখ সেরে যাবে।  যাঁরা ব্যবসা করছেন, তাঁদের আয় বাড়তে পারে। দাম্পত্য জীবনে বিভেদ কেটে যাবে। কর্মজীবনে সাফল্য আসবে। পরিশ্রমের ফল পাবেন। 

কর্কট- হিন্দু নববর্ষে কর্কট রাশির জাতক-জাতিকাদের অগ্রগতির পথ খুলে যাবে। সমাজে সম্মান বৃদ্ধি পাবে। উচ্চ পদ লাভের সম্ভাবনা রয়েছে। প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে পরিবারের মতামত নিন। অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। ব্যবসায় লাভ হবে। স্বাস্থ্যেরও উন্নতি হবে আপনার। সুখী দাম্পত্য জীবন কাটবে। খরচ কিছুটা বাড়তে পারে। 

মীন- হিন্দু নববর্ষে এই রাশির জাতক-জাতিকারা পুরানো বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন। যাঁরা নতুন চাকরি খুঁজছেন তাঁরা ভালো প্রস্তাব পেতে পারেন। চাকরিতে পদোন্নতির যোগ। সুখবর পেতে পারেন। অবিবাহিত ব্যক্তিদের বিয়ের যোগ। উচ্চশিক্ষায় সাফল্য। পরিশ্রমের ফল পাবেন। বাইরে যেতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে প্রেম বাড়বে। পুরনো সমস্যা কেটে যাবে।

আরও পড়ুন- সোমবার থেকে শনি-সূর্যের রোষে ৫ রাশি, সতর্ক থাকুন; ৩ রাশির সৌভাগ্য 

Advertisement