রাহু ভাগ্যরেখায় প্রবেশ করেছে মানেই অনেকে ভেবে ফেলেন সব শেষ! তা কিন্তু নয়। বরং রাহুর গমনে লাভও হতে পারে। সোমবার সকাল ১০টা ৩৫ মিনিটে মেষ ও তুলা রাশিতে প্রবেশ করেছে রাহু-কেতু। দুই রাশিতে ১৮ বছর পর ঢুকেছে তারা। ভারতীয় শাস্ত্র অনুযায়ী, রাহু-কেতু ক্ষতিকারক গ্রহ। তাই মানুষের জীবনে প্রবেশ করলে দুর্ঘটনা, বিপর্যয় এবং ধ্বংস ঘটে। তবে জ্যোতিষীরা বলছেন, রাহু-কেতু সবসময় ব্যক্তির ক্ষতিই করে না। বরং অনেকে লাভবানও হন। তেমনই এবার রাহুর গতিবিধি ৩টি রাশির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। জেনে নেওয়া যাক কোন তিনটি ভাগ্যবান রাশির কথা জ্যোতিষীরা বলছেন।
মিথুন- বৃষ রাশি থেকে মেষ রাশিতে গমন করছে রাহু। মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য রাহুর এই যাত্রা খুবই শুভ হতে পারে। অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে ভাল হবে। চাকরি-ব্যবসায় লাভ ও ধনপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে। তৈরি হবে আয়ের নতুন নতুন উৎস। ভ্রমণ ফলদায়ী হবে। কর্মক্ষেত্রে প্রশংসা অর্জন করবেন। বেতন বৃদ্ধি ও পদোন্নতি হবে। বাড়ির পরিবেশ থাকবে আনন্দময়।
কন্যা- রাহুর গমন কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে। আর্থিক বিষয়ে প্রচুর লাভ হবে। আয়ে নতুন পথ পাবেন। বিদেশ ভ্রমণের স্বপ্ন পূরণ হতে পারে। ব্যবসায় ভাল সুযোগ তৈরি হবে। রোগ থেকে মুক্তি পাবেন। স্বামী-স্ত্রীর দাম্পত্য হবে সুখের। শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য আসবে এই রাশির জাতক-জাতিকাদের।
বৃশ্চিক- রাহুর গোচরে এই লোকদের ক্ষতির পরিবর্তে লাভই হবে। আয়বৃদ্ধি ও পদোন্নতির প্রবল সম্ভাবনা। সব কাজেই সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে ভাবমূর্তি উজ্জ্বল হবে। যাঁরা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, তাঁদেরও ইচ্ছাপূরণ হবে। যে কোনও কাজে বড় সাফল্য অর্জন করবেন। ভাগ্যের সঙ্গ থাকবে সর্বক্ষণ।
কোন কোন রাশির ক্ষতি?
রাহু-কেতুর এই পরিবর্তনের কারণে ৫টি রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। জ্যোতিষীরা বলছেন, মেষ, তুলা, ধনু, মকর এবং কুম্ভ রাশির মানুষের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই আগামী ১৮ মাস তাঁদের সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন- কার সঙ্গে বন্ধুত্ব আর কে অকারণে শত্রু? জানুন কী বলছে আপনার রাশি