সব রাশির সঙ্গে অন্য রাশির জাতক-জাতিকাদের মতের বা মনের মিল হয় না। অনেক সময় দেখা যায়, কারও সঙ্গে কোনও কারণ ছাড়াই ঝামেলা হয়। আসলে বন্ধুত্ব ও শত্রুতা অনেকাংশে নির্ভর করে ব্যক্তির রাশির উপরে।
মেষ- মেষ রাশির জাতকজাতিকাদের জন্য সিংহ, ধনু ও তুলা রাশির ভাল বন্ধু। মিথুন ও কন্যা রাশির সঙ্গে শত্রুতা থাকে।
বৃষ- বৃষ রাশির সঙ্গে কন্যা, মকর ও কুম্ভ রাশির মিত্রতা হয়। ধনু আর বৃশ্চিক রাশি শত্রু।
মিথুন- বন্ধুত্ব ভাল হয় কন্যা, তুলা ও কুম্ভ রাশির সঙ্গে। মেষ, কর্কট ও বৃশ্চিক রাশির সঙ্গে বনিবনা হয় না।
কর্কট- তুলা, বৃশ্চিক, মীন এবং কুম্ভ রাশি বন্ধু। শত্রুতা হয় সিংহ, মিথুন এবং কন্যা রাশির সঙ্গে।
সিংহ- মেষ, বৃশ্চিক এবং ধনুর সঙ্গে ভাল সম্পর্ক থাকে সিংহ রাশির জাতক-জাতিকাদের। তুলা এবং মকরের সঙ্গে সংঘাত বাধে।
কন্যা- বৃষ, কুম্ভ ও মকর রাশির সঙ্গে মনের মিল হয়। তবে ধনু, মেষ ও কর্কট রাশির সঙ্গে কোনওভাবে মত মেলে না।
তুলা- মিথুন, কর্কট ও কুম্ভ রাশি বন্ধু হয়। ধনু ও মীন রাশির সঙ্গে খাপ খাওয়াতে পারেন না তুলা রাশির জাতক-জাতিকারা।
বৃশ্চিক- সিংহ, কর্কট ও মীন রাশির সঙ্গে ঘনিষ্ঠতা থাকে। কিন্তু মকর, মিথুন ও কন্যার সঙ্গে সম্পর্ক টেকে না। মতের অমিল দেখা দেয়।
ধনু- মেষ, সিংহ ও মীন রাশির সঙ্গে গলায় গলায় ভাব দেখা যায়। বৃষ ও তুলা রাশির সঙ্গে সংঘাত তৈরি হয়।
মকর- বৃষ, কন্যা ও কুম্ভ রাশির সঙ্গে ভাল বন্ধুত্ব হয় মকর রাশির। তবে সিংহ, বৃশ্চিক ও মীন রাশির সঙ্গে সম্পর্ক খারাপ হয়।
কুম্ভ- মিথুন, বৃষ ও কুম্ভ রাশির সঙ্গে সুসম্পর্ক থাকে। সিংহ, ধনু আর মীন রাশির সঙ্গে বনিবনা হয় না।
মীন- কর্কট, ধনু ও বৃশ্চিক রাশি বন্ধু হন। বৃষ, তুলা এবং কুম্ভ রাশির সঙ্গে মন কোনওভাবেই মেলে না।
আরও পড়ুন- বাংলা নববর্ষের শুরুতেই শনির দশা এই রাশিগুলির, কাদের মুক্তিলাভ?