Shani Surya Rashifal: শনি-সূর্যের অশুভ সংযোগ! ২০২৩-এ বিশেষ সতর্ক থাকুন এই চার রাশির জাতকরা

Shani Surya Rashifal: শনি-সূর্যের অশুভ সংযোগ! ২০২৩-এ বিশেষ সতর্ক থাকুন এই চার রাশির জাতকরা।

Advertisement
শনি-সূর্যের অশুভ সংযোগ! ২০২৩-এ বিশেষ সতর্ক থাকুন এই চার রাশির জাতকরাশনি ও সূর্যের যুতি
হাইলাইটস
  • শনি-সূর্যের অশুভ সংযোগ!
  • ২০২৩-এ বিশেষ সতর্ক থাকুন
  • এই চার রাশির জাতকরা সাবধান

Shani Surya Rashifal: বৈদিক শাস্ত্রমতে সূর্য ও শনির মধ্যে শত্রুতা আছে বলে মনে করা হয়ে থাকে ৷ আগামী ১৬ ডিসেম্বরে শনি ও সূর্য তৈরি করছে যুতি। তাতে তৈরি হবে দ্বিরদ্বাদশ যোগ ৷ এই যোগ ২৪ জানুয়ারি ২০২৪ পর্যন্ত থাকবে ৷

জ্যোতিষ শাস্ত্রমতে সময় সময়ে গ্রহের রাশি পরিবর্তন বা যুতি হয়েই থাকে ৷ এর বেশ কিছু শুভ প্রভাব আছে। যেমন তেমন বেশ কিছু অশুভ প্রভাবও রয়েছে ৷ মানব জীবনে এর ব্যাপক প্রভাব পড়তে থাকে ৷ শনি ও সূর্য দুজনে মিলে যুতি তৈরি করছে। তাতে দ্বিরদ্বাদশ যোগ তৈরি করছে ৷ এর প্রভাব সমস্ত রাশির উপরেই পড়বে ৷ কারও দারুণ ভাল হবে, কারও আবার খুব খারাপ।

আরও পড়ুনঃ নতুন বছরে টাকা আসবে জলের মতো, শুধু ঘরে দরকার এই সামান্য বদল

জ্যোতিষ শাস্ত্রমতে এই যোগকে অত্যন্ত অশুভ বলেই মনে করা হয় ৷ তবে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের উপরেও এর শুভ প্রভাব পড়বে ৷ সূর্য ও শনির দ্বিরদ্বাদশ যোগ সিংহ ও মীন রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ৷ ব্যবসা বাণিজ্যে তুমুল সাফল্য আসবে ৷ একই সঙ্গে আয়ের নতুন রাস্তা তৈরি হবে ৷ সন্তানের দিক থেকে কোনও সুখের খবর বা খুশির খবর পেতে পারেন ৷ পুরনো বিনিয়োগের লাভ পেতে পারেন ৷ একই সঙ্গে আটকে থাকা টাকা এবার পেতে পারেন ৷

দ্বিরদ্বাদশ যোগের প্রভাবে মেষ, কর্কট, তুলা, বৃশ্চিক, ধনু ও কুম্ভ রাশির জাতক-জাতিকাদের সময় মিশ্র থাকবে৷ পরিশ্রম অনুযায়ী এই সময়ে ফল পাবেন না ৷ অকারণে দৌড়ঝাঁপ করতে হতে পারে ৷ ব্যবসা বাণিজ্যে কোনও চুক্তি হতে পারে ৷ শরীরের দিকে খেয়াল রাখুন, বাবার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে ৷

বৈদিক শাস্ত্র অনুযায়ী শনি-সূর্যের অশুভ যোগ বৃষ, মিথুন, কন্যা ও মকর রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত খারাপ সময় নিয়ে আসবে ৷ ব্যবসায় ডুবতে পারে টাকা, শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হতে পারে, কর্মস্থলে বাদ-বিবাদ হতে থাকবে ৷ সাবধানে থাকুন, বিতর্ক এড়িয়ে চলুন ৷

Advertisement


 

POST A COMMENT
Advertisement