দ্য ভিঞ্চির মোনালিসা ছবির কথা জানেন না, এমন মানুষ বোধহয় খুব কমই আছেন। প্রায় পাঁচশো বছর আগে আঁকা মোনালিসা ছবিটি আজও বিশ্বের সবচেয়ে চর্চিত। দীর্ঘ ১৪ বছর ধরে মোনালিসার পোট্রেটটি নিয়ে কাজ করেছিলেন ভিঞ্চি। ১৫০৩ সালে ইতালির ফ্লোরেন্সে আঁকা শুরু করে ১৫১৭ সালে পোট্রেটটির কাজ ফ্রান্সে শেষ করেন ভিঞ্চি।
রহস্যময় কোনও কিছুকে মোনালিসার হাসির সঙ্গে তুলনা করেন অনেকেই। ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে দ্য ভিঞ্চির আঁকা এই পোট্রেট দেখতে এখনও প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমান। মোনালিসার রহস্যময় হাসি দেখতে আসেন এখানে ছুটে আসেন অনেকেই।
১৮১৫ সালে প্রথম এই ল্যুভর মিউজিয়ামে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা মোনালিসার পোট্রেট সর্বসাধারণের দেখার জন্য এনে রাখা হয়। ১৯১১ সালে প্রথমবার বিশ্বের লক্ষ লক্ষ সাধারণ মানুষ দ্য ভিঞ্চির আঁকা এই অমর সৃষ্টির কথা জানতে পারেন।
কারণ, সে বছরই অগাস্টে ল্যুভর মিউজিয়াম থেকে চুরি যায় মোনালিসার পোট্রেটটি। সে সময় বিশ্বের শতাধিক সংবাদপত্রে এই চুরির খবরে ব্যপক তোলপাড় হয়েছিল। অদ্ভুত ভাবে মোনালিসার ছবিটি চুরি যাওয়ার ঘটনায় সন্দেহভাজনদের তালিকায় নাম ছিল বিখ্যাত চিত্রকর পাবলো পিকাসোর!
এর পর ১৯১৩ সালে ইতালির একজন শিল্প সংগ্রাহক আলফ্রেডো গেরিকে ভিঞ্চির আঁকা চুরি যাওয়া মোনালিসার পোট্রেটটি কেনার প্রস্তাব দেন ভিন্সেনজো পেরুগিয়া নামের এক ইতিলীয় ব্যক্তি। আলফ্রেডো গেরির সঙ্গে সাক্ষাতের সময় মোনালিসার ছবিটির সঙ্গে পেরুগিয়াকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ।