Advertisement
স্পেশাল

Chandra Grahan 2025: দোলের দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণ, ঠিক কখন গ্রহণ লাগছে? পরের গ্রহণটি কবে? রইল

  • 1/9

Chandra Grahan 2025: আগামী ১৪ মার্চ দোল পূর্ণিমা। ওই দিনই আরেক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে। 
 

  • 2/9

২০২৫ সালের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2025)।  যাকে বলা হয়, ব্লাড মুন। এই বিরল ঘটনা তখনই ঘটে, যখন চাঁদ ও সূর্যের একেবারে মাঝে চলে আসে পৃথিবী। 
 

  • 3/9

বছরের প্রথম চন্দ্রগ্রহণ ১৪ মার্চ ভারতীয় সময় সকাল ৯টা ২৭ মিনিটে শুরু হবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে ঠিক দুপুর ১২টা ২৮ মিনিটে। গ্রহণ ছাড়বে বিকেল সাড়ে ৩টেয়। 
 

Advertisement
  • 4/9

বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে মূলত পৃথিবীর যে দিকে রাত থাকবে, সেই দিকে। মূলত উত্তর ও দক্ষিণ আমেরিকা, পশ্চিম ইউরোপ, পশ্চিম আফ্রিকা, অ্যাটলান্টিক মহাসাগরের উপকূলীয় দেশগুলিতে দেখা যাবে। 
 

  • 5/9

এশিয়ায় মূলত দু একটি দেশে খুব স্বল্প দেখা যেতে পারে। তবে ভারতে যেহেতু সকাল ও দুপুর থাকবে, তাই এই চন্দ্রগ্রহণ ভারতের আকাশে দেখা যাবে না।

  • 6/9

১৪ মার্চের চন্দ্রগ্রহণ এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। তারপর সেপ্টেম্বরে হবে দ্বিতীয় চন্দ্রগ্রহণ। তৃতীয় ও চতুর্থ চন্দ্রগ্রহণ হবে ২০২৬ সালের মার্চ ও অগাস্টে। 
 

  • 7/9

ভারতের আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার জন্য অপেক্ষা করতে হবে পারে ৭-৮ সেপ্টেম্বর পর্যন্ত। ওই দিন দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে। 

Advertisement
  • 8/9

যখন এই সরলরেখায় পৃথিবী, চাঁদ ও সূর্যের মাঝে আসে, তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছয় না, ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না। 
 

  • 9/9

অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কোন দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। তখন একে সংক্ষেপে চন্দ্রগ্রহণ বলে।
 

Advertisement