scorecardresearch
 
Advertisement
স্পেশাল

ভ্যাকসিন পাননি, তাই বরাত মিলছে না, বিপাকে ঢাকিরা

ভ্যাকসিন নেই, তাই বরাত নেই
  • 1/6

বিশ্বকর্মা পুজো মানেই বাঙালির দুর্গোৎসবের ঢাকে কাঠি। তবে করোনাকালে বরাত এসেও ফিরে যাচ্ছে। ভ্যাকসিন না মেলায় মিলছে না কাজ। দুশ্চিন্তায় মালদার চাঁচোলের পাহাড়পুরের ঢাকি পরিবারগুলি। দ্রুত ভ্যাকসিনের ব্যবস্থা করা হবে আশ্বাস চাঁচোল এর মহকুমা শাসকের।               গত বছর করোনার জন্য অনেক পুজো উদ্যোক্তাই পুজো করেননি। কেউ কেউ আবার নামমাত্র পুজো সেরে ছিলেন। ফলে মণ্ডপে মণ্ডপে ঢাক বাজানোর বরাত পাননি অনেক ঢাকি।
 

ভ্যাকসিন নেই, তাই বরাত নেই
  • 2/6

আর এবারের পুজো আসতেই আরেক সমস্যার সম্মুখীন মালদার চাঁচোলর পাহাড়পুরের ঢাকি সম্প্রদায়। পুজোর আগে বরাত আসলেও তা ফিরে যাচ্ছে। ভ্যাকসিন না মেলায় মণ্ডপে কাজের ছাড়পত্র পাচ্ছেন না তারা। ঢাকিদের  দাবি পুজো উদ্যোক্তারা জানিয়েছেন ভ্যাকসিনের সার্টিফিকেট নিয়ে আসলে তবেই মন্ডবে ঢাক বাজানোর ছাড়পত্র মিলবে।

ভ্যাকসিন নেই, তাই বরাত নেই
  • 3/6

আর এর ফলে দুশ্চিন্তায় পড়েছেন ঢাকিরা। গত বছরের মতো এ বছরও কাজ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। তাই দ্রুত ভ্যাকসিনেশনের দাবি জানিয়েছেন তারা।এক ঢাকি রবি দাস জানান,আমাদের এখানে ২৫টির বশি পরিবার রয়েছে। যারা মূলত সারা বছর ঢাক বাজিয়ে সংসার চালান। অবসর সময়ে জাল টেনে বা অন্যের জমিতে কাজ করে।

Advertisement
ভ্যাকসিন নেই, তাই বরাত নেই
  • 4/6

গত দুই বছর ধরে করোনা কারনে সমস্যায় রয়েছে তারা। এবছর ভ্যাক্সিন না হওয়া কোন পূজো মন্ডপ বরাত দিচ্ছেন না। দূর দূরান্ত থেকে যে সমস্ত বরাত আসছে তারাও ভ্যাক্সিন না হলে ঢাক বাজানোর অনুমতি দিচ্ছে না। ফলে সমস্যায় রয়েছি। এই নিয়ে আমরা জেলা প্রশাসনের কাছে আবেদন করছি আমাদের ভ্যাক্সিনের ব্যবস্থা করলে ভালো হয়। না হলে আমরা সংসার নিয়ে সমস্যায় পরবো। 
         

ভ্যাকসিন নেই, তাই বরাত নেই
  • 5/6

চাঁচলের মৈত্রী সংসদ ক্লাবের সদস্য সঞ্জিব রক্ষিত জানান,ঢাক ছাড়া দূর্গাপূজো সম্ভব নয়। তব আমরা চাই করনায় মানুষ যেভাবে নাজেহাল তাতে ভ্যাক্সিন হল সবাই সুরক্ষিত থাকবে। পাশাপাশি ঢাকিরাও নিজেদের জীবনে রক্ষা পাবে। আমরা বলবো প্রশাসনের উচিত বিসয়টি গুড়ুত্ব দিয়ে দখলে তাদের উপকার হবে।

 

ভ্যাকসিন নেই, তাই বরাত নেই
  • 6/6

আশা করি প্রশাসন ভ্যাক্সিনের বিষয়টি দেখবে। বিষয়টি নজরে এসেছে জানিয়েছেন চাঁচোল এর মহকুমা শাসক কল্লোল রায়। তিনি বলেন ঢাকি দের তালিকা তৈরি হচ্ছে। দ্রুত তাদের ভ্যাক্সিনেশন এর ব্যবস্থা করা হবে।

Advertisement