Advertisement
স্পেশাল

India's First Sologamy Marriage: দেশের প্রথম 'স্ব-কাম' বিয়ে, গায়ে হলুদ-মেহেন্দি হয়ে গেল, দেখুন সব ছবি

  • 1/10

India's First Sologamy Marriage: নিজেই নিজেকে বিয়ে। ভারতের প্রথম স্বকাম বিবাহ।  গুজরাতের যুবতী ক্ষমা বিন্দু  (Kshama Bindu) নিজেকেই বিয়ে করে শিরোনামে। কেমন হয় নিজেকে বিয়ে? ধর্মীয় প্রথা-রীতিনীতি পালনে কোনও খামতি নেই। প্রথা মেনে  'মেহেন্দি' এবং 'হলদি'  সহ সমস্ত বিবাহের আচার-অনুষ্ঠানে পালন করছেন তিনি।

  • 2/10

পার্থক্য বর এবং কনে দুটোরই রীতি তাঁকেই পালন করতে হবে। এটাই প্রথম ভারতের 'স্বকাম বিয়ে'। এক বিজেপি নেতা তাঁর বিয়ের বিরোধিতা করার পরে এবং তাঁকে মন্দিরে বিয়ে করতে দেওয়া হবে না বলে খবর ছড়ানোয়, কোনও বিতর্ক এড়াতে তিনি নির্ধারিত তারিখের কয়েক দিন আগেই বিয়ে সেরে ফেলছেন।

  • 3/10

বিয়ের পর তিনি এক ভিডিও বার্তায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বিন্দু বলেন, সকলের সমর্থন ও উৎসাহের জন্য তিনি কৃতজ্ঞ। "আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমাকে মেসেজ করেছেন, আমাকে অভিনন্দন জানিয়েছেন। আমি যা বিশ্বাস করেছি তার জন্য লড়াই করার শক্তি দিয়েছেন, " তিনি ফেসবুকে লেখেন।

Advertisement
  • 4/10

এমনকী বিন্দু বিয়ে সেরে হানিমুনেও যাচ্ছেন। নিজের সঙ্গেই চুটিয়ে হানিমুন উপভোগ করতে চান ওই যুবতী। 

  • 5/10

রাজনীতিবিদরা এই ধরনের বিবাহের বিষয়ে তাদের চিন্তাভাবনা ভাগ করে নেওয়ার সঙ্গে 'স্বকামী বিবাহ' একটি প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে। একজন বিজেপি নেতা বলেছেন যে এই ধরনের বিয়ে হিন্দু ধর্মের বিরোধী এবং বলেছেন যে ক্ষমাকে মন্দিরে বিয়ে করতে দেওয়া হবে না।

  • 6/10

অন্যদিকে কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা তাXর বিয়েকে 'জাগরণ'-এর আরেকটি উদাহরণ বলে অভিহিত করেছেন। এটি পাগলামির সামিল। তবে অনেকে তাঁকে সমর্থনও করেছেন।

  • 7/10

দেওরার উত্তরে, মারিও দা পেনহা, রাটগার্স ইউনিভার্সিটির ইতিহাসের একজন পিএইচডি প্রার্থী বলেছেন, "আমরা এমন একটি দেশে বাস করি যেখানে মাঙ্গলিক মহিলাদের অবশ্যই কলা গাছ, পিপল গাছ, কুকুর এবং মাটির পাত্রকে বিয়ে করতে হবে বলে ঠিক হয়, যাতে তাঁদের জীবনে নেতিবাচক প্রভাব না পড়ে। তাদের ভবিষ্যতের স্বামীর বাড়িতে পাঠানো হয়। 'জাগরণ' যদি উন্মাদনা হয়, তাহলে আপনি এই প্রথাগত অভ্যাসকে কী বলবেন?"

Advertisement
  • 8/10

ক্ষমা বিন্দু কে?

ভাদোদরার বাসিন্দা ক্ষমা বিন্দু ভারতের প্রথম স্বকাম বিবাহকারী। ১১ জুন তিনি নিজেকেই বিয়ে করবেন। তিনি একটি স্বকামী ব্যক্তি হিসাবে চিহ্নিত। ক্ষমা সমাজবিজ্ঞানে স্নাতক এবং বর্তমানে একটি বেসরকারি কোম্পানিতে সিনিয়র রিক্রুটমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছেন। তার বাবা-মা দুজনেই ইঞ্জিনিয়ার।

  • 9/10

স্বকাম বিবাহ কী?

"স্ব-বিবাহ স্বকাম বিবাহ হল নিজেকে নিজে বিবাহ করা। কোনও অন্য পুরুষ বা মহিলা থাকে না। নিজের জন্য সেখানে থাকার প্রতিশ্রুতি এবং নিজের জন্য নিঃশর্ত ভালবাসা। এটি স্ব-গ্রহণযোগ্যতার উদারহণও। মানুষ যাকে ভালোবাসে তাকে বিয়ে করে।

 

  • 10/10

আর ক্ষমা নিজে কী বলছেন?

তিনি বলছেন আমি নিজেকে ভালোবাসি এবং তাই এই বিয়ে,” ব্যাখ্যা করেছেন ক্ষমা। ভারতে প্রথম হলেও বিশ্বে অবশ্য বেশ কয়েকটি এমন নজির রয়েছে। যদিও প্রতিটি ক্ষেত্রেই সমালোচনা ও সমর্থন যুগপৎ সামনে এসেছে।

Advertisement