scorecardresearch
 
Advertisement
স্পেশাল

Rolls Royce Holi in Kolkata: রথে না রোলস রয়েসে চাপেন রাধা-কৃষ্ণ, দোলে কলকাতার 'বৃন্দাবন'

হোলিকে কেন্দ্র করে দেশজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ
  • 1/10

হোলিকে কেন্দ্র করে দেশজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ। আবিরের রঙে রঙিন বৃন্দাবন-ব্রজ। পিচকারি, আবিরের পসার সাজিয়ে সেজে উঠেছে শহর কলকাতাও। বসন্ত বাতাসে রঙের সুবাস। (ছবি সৌজন্য: Utsav Chakraborty)
 

রোলস রয়েস হোলি উৎসব
  • 2/10

প্রচার খুব কম থাকলেও বছর কয়েক ধরে বেশ জনপ্রিয়তা পেয়েছে রোলস রয়েস হোলি উৎসব। কলকাতাতে বসে স্বাদ মেটে বৃন্দাবনের। হাওড়া-কলকাতাকে মিলিয়ে দেয় এই রোলস রয়েস হোলি উৎসব। (ছবি সৌজন্য: Utsav Chakraborty)

 আবিরের রংয়ে রঙিন হয়ে ওঠে হাওড়া-কলকাতা
  • 3/10

বড়বাজারের কলাকার স্ট্রিটের সত্যনারায়ণ মন্দিরে শেষ হয় শোভাযাত্রা। হোলির দু'দিন আগেই হোলি উৎসবে মাতোয়ারা হন ভক্তেরা। এখানে রথে নয় ভিনটেজ গাড়ি রোলস রয়েসে চাপেন শ্রী কৃষ্ণ। কীর্তন, নাচ, গানে হয় শোভাযাত্রা অনুষ্ঠান। (ছবি সৌজন্য: Utsav Chakraborty)

Advertisement
বর্ণাঢ্য আবিরের রংয়ে রঙিন হয়ে ওঠে হাওড়া-কলকাতা
  • 4/10

বর্ণাঢ্য আবিরের রংয়ে রঙিন হয়ে ওঠে হাওড়া-কলকাতা। হোলির রঙে সিক্ত কলকাতা, কৃষ্ণভক্তিতে ভাসে আবির।(ছবি সৌজন্য: Utsav Chakraborty)

রোলস রয়েস গাড়িতে করে হয় শোভাযাত্রা
  • 5/10

এর বিশেষ বিষয় হল কৃষ্ণের এই মূর্তি নিয়ে ১৯২১ সালের একটি রোলস রয়েস গাড়িতে করে হয় শোভাযাত্রা। ফাল্গুনের দশম দিনেই উদযাপিত হয়। (ছবি সৌজন্য: Utsav Chakraborty)

রংয়ে রংয়ে একে অপরকে হোলির শুভেচ্ছা জানায়
  • 6/10

ভক্তি আর হোলির রঙে ডুবে রংয়ে রংয়ে একে অপরকে হোলির শুভেচ্ছা জানায়। (ছবি সৌজন্য: Utsav Chakraborty)

আবিরের রংয়ে সেজে ওঠে বসন্তের কলকাতা
  • 7/10

বসন্ত মানেই পলাশ, কোকিলের কুহুতান। আবিরের রংয়ে সেজে ওঠে বসন্তের কলকাতা। বসন্ত উৎসবে আবির গায়ে মাখতে ভিড় জমায় ছোট বড় সকলেই। (ছবি সৌজন্য: Utsav Chakraborty)

Advertisement
হোলি শোভাযাত্রা
  • 8/10

গত ৫ মার্চ কলাকার স্ট্রিটে অনুষ্ঠিত হয়েছে এবছরের হোলি শোভাযাত্রা। (ছবি সৌজন্য: Utsav Chakraborty)

শোভাযাত্রার সঙ্গে হোলির রং মাখেন সব সম্প্রদায়ের মানুষ
  • 9/10

প্রতিবছর এই একই নিয়ম মেনে অনুষ্ঠিত হয়ে আসছে। শোভাযাত্রার সঙ্গে হোলির রং মাখেন সব সম্প্রদায়ের মানুষ। (ছবি সৌজন্য: Utsav Chakraborty)

জেন ওয়াই থেকে জেন জি'র ভিড়ে ভিড়াক্কার হয়ে ওঠে
  • 10/10

কচি-কাঁচা, জেন ওয়াই থেকে জেন জি'র ভিড়ে ভিড়াক্কার হয়ে ওঠে। যারা এই হোলির কথা জানেন না, তাদের আগামী বছরের গন্তব্য হোক রোলস রয়েস হোলি উৎসব। (ছবি সৌজন্য: Utsav Chakraborty)

Advertisement