scorecardresearch
 
Advertisement
স্পেশাল

রসগোল্লা দিবসে বিনা পয়সায় রসগোল্লা খাওয়ালেন মিষ্টি বিক্রেতা, ছবি ভাইরাল

ফ্রি-তে রসগোল্লা
  • 1/11

১৪ নভেম্বর রসগোল্লা দিবস। আর এই উপলক্ষে পথ চলতি মানুষদের রসগোল্লা খাইয়ে মিষ্টিমুখ করালো শিলিগুড়ির কলেজপাড়ার এক ব্যবসায়ী। 

ফ্রি-তে রসগোল্লা
  • 2/11

রসগোল্লা দিবস উপলক্ষে তাঁরা সেলিব্রেশন করলেন ওডিশাকে হারিয়ে ৪ বছর আগে রাজ্যের দখলে থেকে গিয়েছে বেঙ্গল রসগোল্লা।

ফ্রি-তে রসগোল্লা
  • 3/11

রসগোল্লার উৎপত্তি কোথায়-এই নিয়ে লড়াই এ মেতে উঠেছিল বাংলা বনাম ওড়িশা। হাড্ডাহাড্ডি লড়াই চলেছিল সকলের প্রিয় এই মিষ্টি নিয়ে।

Advertisement
ফ্রি-তে রসগোল্লা
  • 4/11

শেষপর্যন্ত এই লড়াই এ জয়লাভ করেছিল বাংলাই। ২০১৭ সালের ১৪ নভেম্বর জিআই স্বীকৃতি পায় বাংলার রসগোল্লা।

ফ্রি-তে রসগোল্লা
  • 5/11

তারপর থেকেই বাঙালির ক‍্যালেন্ডারে আরও এক নতুন উৎসব, রসগোল্লা দিবস। আর সেই স্বীকৃতির পাওয়ার পর থেকেই ১৪ নভেম্বরের পালন করা হয় রসগোল্লা উৎসব।

 

 

ফ্রি-তে রসগোল্লা
  • 6/11

১৪ নভেম্বর রসগোল্লা দিবসে শিলিগুড়িতে বিনামূল্যে মিষ্টি খাওয়ালেন মিষ্টি ব‍্যবসায়ী। শিলিগুড়ির ওই মিষ্টি ব্যবসায়ী বলেন রসগোল্লার উৎপত্তি কোথায়-এই নিয়ে লড়াই এ মেতে উঠেছিল বাংলা বনাম ওড়িশা।

ফ্রি-তে রসগোল্লা
  • 7/11

হাড্ডাহাড্ডি লড়াই চলেছিল সকলের প্রিয় এই মিষ্টি নিয়ে। শেষ পর্যন্ত এই লড়াই এ জয়লাভ করেছিল বাংলাই। দীর্ঘ লড়াইয়ের পর রসগোল্লার জিওগ্রাফিক‍্যাল আইডেন্টিফিকেশন বা জিআই পায় পশ্চিমবঙ্গে।

Advertisement
ফ্রি-তে রসগোল্লা
  • 8/11

ঐতিহাসিক এই জয়ের স্বীকৃতি দিতে রাজ‍্যে শুরু হয় রসগোল্লা দিবস।তাই এই দিবস উপলক্ষে পথ চলতি মানুষদের মিষ্টি খাওয়ানো হয়েছে। 

 

ফ্রি-তে রসগোল্লা
  • 9/11

এদিকে এই দিনে রসগোল্লা কিনে খেয়ে উদযাপন করার লোকও কম ছিল না। দলে দলে শিলিগুড়ির বিভিন্ন নামী-অনামী দোকানে ভিড় করেছেন রসগোল্লার লোভে।

ফ্রি-তে রসগোল্লা
  • 10/11

রসগোল্লা দিবসে মিষ্টি কিনতে আসা এক ব্যক্তি বলেন, রসগোল্লার ঐতিহ্য ভিন্ন। তাই আজকের দিনে সেই ইতিহাস ও ঐতিহ্যকে বজায় রাখতে মিষ্টি কিনতে আসা।

ফ্রি-তে রসগোল্লা
  • 11/11

সব মিলিয়ে গোটা রাজ্যের সঙ্গেও ফিল গুড আবহাওয়া। তার মধ্যে কলেজপাড়ার মিষ্টির দোকান ফ্রি-তে মিষ্টি খাওয়ানোতে সোনায় সোহাগা।

Advertisement