Bangla Dhadha Uttor Soho : চাই নাকো তবু খাই, বেশি খেলে মারা যাই; বলুন তো কী?

ধাঁধার উত্তর খোঁজার জন্য মগজাস্ত্রের ব্যবহার প্রচুর পরিমানে করত হয়। যাঁর মস্তিষ্ক উর্বর, সে-ই খুঁজে বের করতে পারে ধাঁধার উত্তর। পারিবারিক আড্ডায় আজও বসে ধাঁধার (Bengali Puzzle) আসর, যেগুলির উত্তর খুঁজতে রীতিমতো মাথা ঘামাতে হয়। এই প্রতিবেদনেও আপনার জন্য নিয়ে আসা হয়েছে তেমনই কিছু মজার ধাঁধা (Mojar Dhadha With Answer), যেগুলি শুনতে কঠিন লাগলেও আসলে উত্তরগুলি খুব সোজা। চলুন দেখা যাক আপনি পারেন কি না উত্তর দিতে (Bangla Dhadha Uttor Soho)। 

Advertisement
চাই নাকো তবু খাই, বেশি খেলে মারা যাই; বলুন তো কী?প্রতীকী ছবি
হাইলাইটস
  • ধাঁধা ভীষণ মজার খেলা
  • বুদ্ধি দিয়ে দিতে হয় উত্তর
  • রইল সেরা ১০ ধাঁধা

ধাঁধা  (Bangla Dhadha) ভীষণ বুদ্ধির খেলা। ছোটবেলায় আমরা প্রায় প্রত্যেকেই ধাঁধার উত্তর খোঁজার চেষ্টা করেছি। দু-চার লাইনের ছড়ার মধ্যে দিয়ে সেই সব ধাঁধার উত্তর খুঁজতে মন্দ লাগতো না। কখনও আবার সহজ কিছু প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকত উত্তর। আর সবচেয়ে বড় কথা, ধাঁধার উত্তর খোঁজার জন্য মগজাস্ত্রের ব্যবহারও প্রচুর পরিমানে করত হয়। যাঁর মস্তিষ্ক উর্বর, সে-ই খুঁজে বের করতে পারে ধাঁধার উত্তর। পারিবারিক আড্ডায় আজও বসে ধাঁধার (Bengali Puzzle) আসর, যেগুলির উত্তর খুঁজতে রীতিমতো মাথা ঘামাতে হয়। এই প্রতিবেদনেও আপনার জন্য নিয়ে আসা হয়েছে তেমনই কিছু মজার ধাঁধা (Mojar Dhadha With Answer), যেগুলি শুনতে কঠিন লাগলেও আসলে উত্তরগুলি খুব সোজা। চলুন দেখা যাক আপনি পারেন কি না উত্তর দিতে (Bangla Dhadha Uttor Soho)। 

১. কম দিলে যায় না খাওয়া বেশি দিলে বিষ, মা বলেছে বুঝে শুনে তারপরেতে দিস। 

২. তেল চুকচুক পাতা, ফলের ওপর কাঁটা, পাকলে হয় মধুর মতো, বীজ গোটা গোটা।

৩. দুই অক্ষরে নাম তার লজ্জা নিবারণী, প্রথম অক্ষর বাদ দিলে আমার জননী, শেষের অক্ষর বাদ দিলে ভাসুর ঘরণী।

৪. কথা বলতে নাহি পারি, তবে বললে কথা উত্তর দিতে জানি।

৫. যদি বেড়ে যায় একবার, কোনওভাবেই নয় তো কমার। উত্তর জানা আছে?

৬. বাঘের মতো লাফ দেয়, কুকুর হয়ে বসে, জলের মধ্যে ছেড়ে দিলে, সোলার মতো ভাসে।

৭. কোন বিদেশি ভাষা, নাম চার অক্ষরে, দ্বিতীয় অক্ষর কেটে দিলে, জলে বাস করে। 

৮. চাই নাকো তবু খাই, বেশি খেলে মারা যাই।

৯. জলে রই স্থলে রই, জল বিনা কিছু নই। 

১০. জমিন থেকে বেরলো টিয়ে, লাল টুপি মাথায় দিয়ে। 

ধাঁধার উত্তর - নুন, কাঁঠাল, জামা, প্রতিধ্বনী, বয়স, ব্যাঙ, ইংলিশ, প্রহার, বরফ, পেঁয়াজ।

Advertisement

আরও পড়ুন - ১২ বছর পর বৃহস্পতি-শুক্রের বিরল যোগ, ৩ রাশির দুঃখ-কষ্টের অবসান

 

POST A COMMENT
Advertisement