Rabindranth Tagore Jayanti 2022: রবি-স্মরণ নোবেল কমিটির, উল্লেখ বাংলার 'ক্যালকাটা'র

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ইংরেজি তারিখ অনুযায়ী জন্মদিন উদযাপন করে গোটা বিশ্ব। কবির অসংখ্য গুণমুগ্ধ এই দিনেই তাঁকে স্মরণ করেন। এ দিন রবিকে স্মরণ করল নোবেল কমিটি।

Advertisement
রবি-স্মরণ নোবেল কমিটির, উল্লেখ বাংলার 'ক্যালকাটা'র   রবীন্দ্রনাথ ঠাকুর।
হাইলাইটস
  • ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ৭ মে জন্মদিন রবীন্দ্রনাথের।
  • কবি-স্মরণ নোবেল কমিটির।
  • ২৫ বৈশাখ স্মরণ করবে বাঙালি।

বাঙালি যতদিন থাকবে ততদিন থেকে যাবে ২৫ বৈশাখ। ওই দিন জাতির 'ঠাকুরে'র জন্মদিন। তবে দেশ-বিদেশের অন্য প্রান্তে রবি-তিথি ৭ মে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ১৮৬১ সালে এই দিনেই ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সন্তান। কবির জন্মদিন উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানাল নোবেল কমিটি।        
      
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ইংরেজি তারিখ অনুযায়ী জন্মদিন উদযাপন করে গোটা বিশ্ব। কবির অসংখ্য গুণমুগ্ধ এই দিনেই তাঁকে স্মরণ করেন। এ দিন রবিকে স্মরণ করল নোবেল কমিটি। যে টুইটে 'ক্যালকাটা'র রবীন্দ্রনাথ বলে আলাদা করে উল্লেখ করা হয়েছে। নিঃসন্দেহে  বাংলার কৃষ্টিসংস্কৃতির 'ঠাকুর'কে এভাবে স্মরণ করায় গর্বিত হতেই পারে বঙ্গ সমাজ। যে বাংলায় কবির বেড়ে ওঠা, যে বাংলায় কবি লিখেছেন তাঁর অমরসৃষ্টি।    

নোবেল কমিটি কবির ছবি দিয়ে লিখেছেন, ১৮৬১ সালে কলকাতায় আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন মহান রবীন্দ্রনাথ ঠাকুর। জন্মদিন তাঁকে স্মরণ করছি। প্রথম অ-ইউরোপীয় হিসেবে তিনিই প্রথম সাহিত্যে নোবেল পেয়েছিলেন। মানবিক, আধুনিক ও মনোমুগ্ধকর কাব্যের জন্য নোবেল পান।          

তবে ইংরেজি তারিখ নিয়ে বাঙালির আগ্রহ নেই। কারণ বাঙালির 'রবি'বার ২৫ বৈশাখ। আর কবির জন্মদিন শুষ্ক স্মরণে এ জাতি উদযাপন করে না। কবিতা, নৃত্য, গানের মাধ্যে রবীন্দ্র-স্মরণই বঙ্গভূমির ঐতিহ্য।      

আরও পড়ুন- উল্টো পথে বুধ, আগামী এক মাস এই ৫ রাশির অর্থহানি-দাম্পত্য কলহ

POST A COMMENT
Advertisement