
আলিপুর চিড়িয়াখানার শিম্পাঞ্জি (ছবি: PTI/ Swapan Mahapatra)Alipore Zoo Animals Summer Care: গনগনে গরমে নাভিশ্বাস রাজ্যবাসীর। কলকাতা (Kolkata) সহ কিছু জেলায় চলছে তাপপ্রবাহ। বেলা বাড়লে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। বসন্তে চাঁদিফাটা গরমে নাজেহাল অবস্থা। সুস্থ থাকতে সতর্কবার্তা আসছে আবহাওয়া অফিস থেকে সরকার প্রশাসনের তরফে। তাপপ্রবাহের (Heatwave) হাত থেকে বাঁচতে কী করবেন আর কী করবেন না, তা নিয়ে একগুচ্ছ নির্দেশিকাও জারি হয়েছে। এই অসহনীয় পরিস্থিতিতে কেমন আছে আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo) প্রাণীরা? গরমে সকলের প্রিয় 'বাবু'র পছন্দের খাবার কী জানেন?
গ্রীষ্মের (Summer) তাপ ঠেকাতে সমস্ত প্রাণীদের জন্য বিশেষ ব্যবস্থা হয়েছে চিড়িয়াখানায়। প্রাণীরা যাতে অসুস্থ না হয়ে পড়ে সে ব্যবস্থা আগেই নিয়ে নেওয়া হয়। এবারও চিরাচরিত ভাবে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছিল। আলিপুর চিড়িয়াখানার সহ-অধিকর্তা পার্থ দেবনাথ বলেছেন, "চিড়িয়াখানার পশুপাখিদের জন্য এনক্লোজারে সবসময় নজর রাখা হচ্ছে। স্প্রিঙ্কলার ব্যবস্থা প্রত্যেকটি এনক্লোজারে বসানোর নির্দেশ রয়েছে। জাপানের ক্যাঙ্গারুদের এনক্লোজারে আছে এয়ার কুলার। এছাড়াও, দিনে ২-৩ বার কৃত্রিম জলাশয়ে জল বদলানো হচ্ছে। যাতে গরম লাগলে পশুপাখিরা মন মতো স্নান করতে পারে।" প্রখর তাপের জ্বালা জুড়াচ্ছে এই স্প্রিঙ্কলারগুলি। এনক্লোজারগুলি ঠান্ডা রাখার মরিয়া চেষ্টায় কর্তৃপক্ষ।

পশুপাখিদের জন্য কী ডায়েট?
চিকিৎসকের নির্দেশে সমস্ত বাঘ, সিংহ, জিরাফদের ওআরএস দেওয়া হচ্ছে। রসালো ফল খাওয়ানো হচ্ছে বেশি করে। পাখিদেরও তরমুজ ও লেবুজাতীয় ফল দেওয়া হচ্ছে।

গরমে 'বাবু'-র পছন্দ কী?
গরম পড়লে 'বাবু'র প্রাণ জুড়োয় লস্যিতে। এছাড়া, শরীর ঠান্ডা রাখতে তরমুজ-লেবু-আপেল-পেয়ারা খেতেই বেশি পছন্দ করে বাবু। বাকি শিম্পাঞ্জিদের জন্যও একই ব্যবস্থা। দহনের জ্বালা মেটাতে সুযোগ পেলেই এরা ডুব দিচ্ছে কৃত্রিম জলাশয়ে।