Advertisement

Karbi Anglong: কার্বি অ্যাংলংয়ে ৭২১ জন এক লাইনে 'রণপা' হেঁটে গিনেস বুক অফ রেকর্ডস গড়ল

কার্বি অ্যাংলং-এ এক লাইনে ৭২১ জন রণপা হেঁটে রেকর্ড গড়ল। এটি মানুষের দীর্ঘতম লাইনের জন্য একটি নতুন গিনেস রেকর্ড। এই অনন্য হাঁটার জন্য গিনেস বুক অফ রেকর্ডস দ্বারা সেট করা বেঞ্চমার্ক ছিল ২৫০। কার্বি অ্যাংলং স্বায়ত্তশাসিত কাউন্সিল এবং কার্বি অ্যাংলং কালচারাল সোসাইটি এই পদযাত্রার আয়োজন করেছিল। ঐতিহ্যবাহী কার্বি পোশাক পরা ৭২১ জন এই রেকর্ড তৈরি করতে আধা কিলোমিটার হেঁটেছেন।

Advertisement
POST A COMMENT