Advertisement

Tipu Sultan Sword: টিপু সুলতানের তলোয়ার তার সংগ্রহে, দাবি উদয়পুরের নিখিলের

টিপু সুলতানের তলোয়ার তার সংগ্রহে আছে বলে দাবি উদয়পুরের এক ব্যক্তি। উদয়পুরের তরুণ ব্যবসায়ী নিখিল ট্যান্ডন প্রাচীন জিনিসপত্র সংগ্রহ করেন। তিনি দাবি করেন, ১৮ শতকের এই প্রাচীন তলোয়ারটি টিপু সুলতানের। তলোয়ারটির উপর একটি বাঘের প্রতীক খোদাই করা আছে। এটি নির্দেশ করে যে এটি মাইসুরুতে তৈরি হয়েছিল এবং রাজপরিবারের একজন সদস্য নিখিলকে উপহার দিয়েছিলেন।

Advertisement
POST A COMMENT