Advertisement

Gargee Roychowdhury Exclusive: নন্দিতা না শিবপ্রসাদ, কাকে এগিয়ে রাখলেন গার্গী?

শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় ও নন্দিতা রায়ের পরিচালনায় একাধিক সিনেমা দেখেছে বাঙালি। ওই দুজনের হয়ে বড় পর্দায় কাজ করেছেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী। তাঁর মতে, শিবপ্রসাদ একজন অভিনেতা। সেজন্য মানুষ তাঁকে বেশি দেখতে পান। তিনি যেন বইয়ের মলাট হয়ে গেছেন। তবে নন্দিতা রায় সেই বইয়ের পাতা। তাঁকে ছাড়া শিবপ্রসাদ অসম্পূর্ণ।

Advertisement
POST A COMMENT