Advertisement

Singer Sidhu: 'মাফিয়ারা বাংলা ব্যান্ডের গান বাজাতে দেয় না', ব্যক্তিগত-তে বোমা ফাটালেন সিধু

মাফিয়ারা বাংলা ব্য়ান্ড বা কোনও মৌলিক গানকে চলতে দেয় না। একমাত্র সিনেমার গানই গুরুত্ব পায়। এর ফলে অনেক প্রতিভা নষ্ট হয়ে যাচ্ছে। অভিযোগ করলেন 'ক্যাকটাস'-এর সিধু। তাঁর মতে, বাংলায় এখন একমাত্র সিনেমার গান চলে। অন্য কোনও গান চলতে দেওয়া হয় না। তাঁর কথায় উঠে এল, গায়ক পটার প্রসঙ্গ। ডাক্তারি পাশ করা সিধু আরজি কর প্রসঙ্গেও তাঁর দৃষ্টিভঙ্গি জানালেন।

Advertisement
POST A COMMENT