বাবা এই শব্দটার মধ্যেই যেন আছে সমস্ত আশ্রয়। যখন আমরা খুব ছোটো থাকি। হাঁটতে শিখি না। তখন তো বাবার বুকের ওমে পরম শান্তিতে ঘুমোই। তারপর হাঁটতে শিখি। বাবা আমাদের ছোট্ট ছোট্ট আঙুল ধরে হাঁটতে শেখান, রাস্তা চেনান। বাবার কাঁধে চড়েই নামি সমুদ্রে। আবার আবদার মেটাতে বাবা কখনও হয়ে ওঠেন খেলার সঙ্গী, কখনও আবার মায়ের পিটুনির হাত থেকে বাঁচানোর রক্ষাকর্তা। Fathers Day-তে আজতক বাংলার বিশেষ প্রতিবেদন।
significance of father's day