'বাংলার রসগোল্লা' স্বীকৃতি পেয়েছে আগেই, এবার এক সময়ের মল্লরাজাদের রাজধানী 'বিষ্ণুপুরের মোতিচুরে'র জি.আই অর্থাৎ ভৌগলিক স্বীকৃতির দাবি তুলছেন স্থানীয় কারিগর থেকে বিক্রেতারা। এই লাড্ডুর জন্ম বিষ্ণুপুরেই। তাই এই মিষ্টির জি.আই-এর একমাত্র দাবিদার বিষ্ণুপুরই। মিষ্টান্ন ব্যবসায়ীদের দাবিকে সমর্থণজানিয়েছেন বিষ্ণুপুরের মহকুমাশাসক অনুপ কুমার দত্তও। তিনি বলেন, এটি যুক্তি সঙ্গত দাবি। প্রাচীণ ইতিহাস-সংস্কৃতি সমৃদ্ধ এই মোতিচুর লাড্ডু। জি.আই স্বীকৃতি মিললে আরো সমৃদ্ধ হবে বিষ্ণুপুর।
Demand of GI Tag for Bishnupur special Motichur sweets