Advertisement

VIDEO: বিষ্ণুপুরের মোতিচুরের লাড্ডুর GI ট্যাগ হোক, দাবি মিষ্টি ব্যবসায়ীদের

'বাংলার রসগোল্লা' স্বীকৃতি পেয়েছে আগেই, এবার এক সময়ের মল্লরাজাদের রাজধানী 'বিষ্ণুপুরের মোতিচুরে'র জি.আই অর্থাৎ ভৌগলিক স্বীকৃতির দাবি তুলছেন স্থানীয় কারিগর থেকে বিক্রেতারা। এই লাড্ডুর জন্ম বিষ্ণুপুরেই। তাই এই মিষ্টির জি.আই-এর একমাত্র দাবিদার বিষ্ণুপুরই। মিষ্টান্ন ব্যবসায়ীদের দাবিকে সমর্থণজানিয়েছেন বিষ্ণুপুরের মহকুমাশাসক অনুপ কুমার দত্তও। তিনি বলেন, এটি যুক্তি সঙ্গত দাবি। প্রাচীণ ইতিহাস-সংস্কৃতি সমৃদ্ধ এই মোতিচুর লাড্ডু। জি.আই স্বীকৃতি মিললে আরো সমৃদ্ধ হবে বিষ্ণুপুর।

Demand of GI Tag for Bishnupur special Motichur sweets

Advertisement