Advertisement

Upen Biswas: 'ঘুষ নিতে চাননি বলে কোনওদিন থ্রেট পেয়েছেন?' উত্তর দিলেন উপেন বিশ্বাস

দোর্দণ্ডপ্রতাপ আইপিএস অফিসার ছিলেন। যে সব এলাকার দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন সেই সব জায়গায় ঘুষ দেওয়ার চেষ্টা হয়েছিল তাঁকে। তবে তিনি কোনওদিন নেননি। দুষ্কৃতীরা তাঁকে রীতিমতো ভয় করত। সেই গল্প শোনালেন উপেন বিশ্বাস।

Advertisement
POST A COMMENT