Advertisement

Jnaneswari Express Accident Special VIDEO: ১৫ বছর আগের জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনা, এখনও কাঁচা রক্তের গন্ধ কোথা থেকে আসে?

২৮ মে, ২০১০ সাল। মাওবাদীদের দাপটে তখন অশান্ত জঙ্গলমহল। রাত একটা তিরিশ মিনিটের কিছু আগে খড়গপুর ছেড়ে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। কিছুটা এগিয়ে এসে ঝাড়গ্রামের সরডিহার রাজাবাঁধের কাছে লাইনচ্যুত হয় ট্রেনটি। হঠাৎ করেই যেন মৃত্যু উপত্যকা। দুমড়ে গিয়েছে জ্ঞানেশ্বরীর S-3, 4, 5, 6 এবং 7 সহ একাধিক কামরা। ঘটনায় প্রাণ গিয়েছিল কয়েকশো মানুষের। এর পেছনে ছিল মাওবাদীদের ষড়যন্ত্র। এখানেই শেষ নয়। আসল কাহিনি শুরু হয়েছে পরে। ১৫ বছর আগের একটি দুর্ঘটনা। কিন্তু আজও ঘুম কাড়ে একটা গোটা গ্রামের। কারণ এখানেই পড়ে রয়েছে মৃত্যু, কান্না, গোঙানির শব্দ... আর কিছু ভয়াবহ কাহিনি!

Advertisement
POST A COMMENT