হাচিকো নামে একটি কুকুর জাপানের শিবুয়া স্টেশনে তার মালিকের জন্য অপেক্ষায় ছিল ৯ বছর ৯ মাস ১৫ দিন। সে জানতো না তার মালিক মারা গেছে। আর ফিরবে না। এরকমই আরেকটি ঘটনার খবর পাওয়া গেল ভারতে। কেরালায় মর্গের সামনে দীর্ঘ চারমাস অপেক্ষায় রয়েছে একটি কুকুর।