scorecardresearch
 
Advertisement

Migratory Birds: লম্বা পায়ে ফ্লেমিঙ্গো-ডানা ঝাপটাচ্ছে সাদা হাঁস, পাখি পর্যবেক্ষকদের স্বর্গ ক্যালিমের

Migratory Birds: লম্বা পায়ে ফ্লেমিঙ্গো-ডানা ঝাপটাচ্ছে সাদা হাঁস, পাখি পর্যবেক্ষকদের স্বর্গ ক্যালিমের

ঝাঁকে ঝাঁকে এগিয়ে চলেছে ওরা। লম্বা লম্বা পায়ে। একেক জনকে দেখতে একেকরকম সুন্দর। কোডিয়াকারাই পাখি অভয়ারণ্যের দৃশ্য এটি। তামিলনাড়ুতে অবস্থিত পয়েন্ট ক্যালিমের নামেও পরিচিত। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত জলাভূমির মধ্য দিয়ে ফ্লেমিঙ্গোদের ঝাঁক ঘুরে বেড়ায় এখানে। শীতকালে, ইরান, ইরাক, শ্রীলঙ্কা এবং সাইবেরিয়া থেকে ২৭০ টিরও বেশি পরিযায়ি পাখির প্রজাতি এই অভয়ারণ্যে চলে আসে।

Advertisement