Advertisement

Piyali Basak: 'ওই সময় মনে হল বেঁচে ফিরবো তো?...' এভারেস্ট জয়ের হাড় হিম অভিজ্ঞতা শোনালেন পিয়ালী

সম্প্রতি এভারেস্ট জয় করেছেন চন্দননগরের মেয়ে পিয়ালি বসাক। তিনিই প্রথম বাঙালি পর্বতারোহী যে, কৃত্তিম অক্সিজেন ছাড়াই এভারেস্টে উঠে এই রেকর্ড গড়েছে। তুষারঝড় সহ নানা বাধা-বিপত্তিকে তোয়াক্কা না করেই জয়ের পথে এগিয়েছেন পিয়ালি। কীভাবে মৃত্যুমুখ থেকে বেঁচে ফিরলেন বিজয়ী হয়ে? সেই গল্পই শোনালেন তিনি। 

Mountaineer Piyali Basak shares her Journey of scaling Mount Everest without Supplemental Oxygen

Advertisement
POST A COMMENT