Advertisement

Murshidabad Unrest: 'সবাই পাশের গ্রামের, মসজিদ ভাঙার গুজব ছড়িয়ে হামলা', ফাঁস করলেন এই মুসলিম ব্যক্তিই

মুর্শিদাবাদে মসজিদ ভাঙার গুজব ছড়িয়ে শনিবার হামলা চালানো হয়েছিল। দুষ্কৃতীরা কেউ বহিরাগত নন। ফাঁস করে দিলেন জাফরাবাদের পাশের গ্রাম গোবিন্দপুরের এই মুসলিম ব্যক্তিই। তিনি জানান, ওই দিন নিজের গ্রামের ছেলের আটকে দিয়েছিলেন। বলেছিলেন, এসব গুজব রটানো হয়েছে।

Advertisement
POST A COMMENT