পাহাড় ও সবুজ অরণ্যে ঘেরা জেলা পুরুলিয়া। সুজলা সুফলা এই পুরুলিয়াকে ঘিরে পর্যটন দিনকে দিন বাড়ছে। দিন দু-তিনেকের ছুটি মিললেই অরণ্যের মাঝে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন আপনিও। শহুরে কোলাহল, ধুলো ধোঁয়া এড়িয়ে মায়াবী পরিবেশে দিন কয়েক কাটাতে হলে পুরুলিয়াকে বেছে নিতেই পারেন। কী কী দেখবেন পুরুলিয়া গিয়ে?
Purulia Budget Tour Guide, know all details here