কোনও কোনও সংগীত শিল্পীর প্লেব্যাক গান করার থেকে স্টেজ বেশি প্রিয়। অনেকে আবার ডিরেক্টরের কথা মতো স্টুডিওতে গান করতে বেশি ভালোবাসেন। গায়ক সুরজিৎ কোনটা বেশি ভালোবাসেন। উত্তর দিলেন সেই প্রশ্নের। জানালেন, স্টেজে উঠলে তাঁর জ্বর সেরে যায়। দাঁতে ব্যথা ভুলে গিয়েছেন, এমনটাও হয়েছে।