শীত এলেই বাক্স-প্যাঁটরা গুছিয়ে ভ্রমণ পিপাসুদের ঘোরাঘুরি শুরু হয়ে যায়। কলকাতায় আবহাওয়ার খামখেয়ালিপনা শীতের আমেজে জল ঢাললেও, জেলার দিকে কিন্তু তা নয়। এবছরের শীতকে তারিয়ে উপভোগ করতে হলে ২-৩ দিনের ছুটি নিয়ে চলে যান পুরুলিয়া ভ্রমণে। খরচ খুবই অল্প। পুরুলিয়া গেলে যেখানে না গেলে ঘোরা অসম্পূর্ণ থেকে যাবে তা হল চড়িদা মুখোশ গ্রাম।
Charida Chhau Mask Village