Sri Lanka's top order collapsed by Siraj's firey spell: শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপ ফাইনালে নিজের ব্যক্তিগত ৫০ উইকেটের মাইলস্টোন ধরে ফেললেন ভারতের পেসার মহম্মদ সিরাজ। কিন্তু সেটা আজ কোনও খবরই নয়। খবর অন্যখানে। গোটা দেশে আচমকা মহম্মদ সিরাজের ভক্তের সংখ্যা কয়েক মিলিয়ন বেড়ে গিয়েছে, তা বলাই যায়।
এশিয়া কাপের ফাইনালে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তার পিছনে কারণ ছিল এই মাঠে প্রথম ব্যাট করা দলই জিতেছিল। ব্যাস ম্য়াচে এইটুকুই সাফল্য হোস্ট দলের। এরপরই সিরাজ শো।
যদিও শুরুটা করেছিলেন জসপ্রীত বুমরা। ম্যাচের প্রথম ওভারেই আউট করেন কুশল পেরেরাকে। তারপর সিরাজের আগুন শুরু হয়। সিরাজ এক ওভারে ৪ টি উইকেট নেন।
হ্যাটট্রিকের সুযোগও এসেছিল সিরাজের সামনে। কিন্তু শেষমেষ কোনও মতে হ্যট্রিক বলটিকে সামলে নেন শ্রীলঙ্কার ব্যাটার। তাতে কী? উইকেট পতন অব্যাহত থাকে।
আসুন দেখে নিই মহম্মদ সিরাজকে নিয়ে কিছু তথ্য
মহম্মদ সিরাজ ২১টি টেস্টে ৬৩টি উইকেট নিয়েছেন। সেরা বোলিং ৭ রানে ৫ উইকেট। ৪ উইকেট ৪ বার। ৫ উইকেট ২ বার।
ওয়ানডে- এক দিনের ম্যাচে ২৯ টি ম্যাচে ৫৩টি উইকেট। সেরা বোলিং ২১ রানে ৬ উইকেট। ৪ উইকেট ২ বার, ৫ উইকেট একবার।
মহম্মদ সিরাজের বলের গড় ১৪২ কিলোমিটার প্রতি ঘন্টা। সর্বোচ্চ গতির ১৫৬ কিলোমিটার ডেলিভারি রেকর্ড করা হয়েছে।
এই মুহূর্তে মোঃ সিরাজের ওয়ানডে রেংকিং ৯। তাঁর প্রাপ্ত পয়েন্ট ৬৪৩। তিনি ওয়ানডেতে ভারতীয় দলের নিয়মিত সদস্য।