scorecardresearch
 
Advertisement
ক্রিকেট

World Cup-এর আহত একাদশ, যাঁরা চোটের জন্য বিশ্বকাপে নাও খেলতে পারেন

বীরেন্দ্র শেহবাগ ও মুত্থাইয়া মুরলিধরন
  • 1/13

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর মাত্র হাতেগোনা কয়েকটি দিন বাকি রয়ে গিয়েছে। এবার ভারতের মাটিতে হবে বিশ্বকাপ। ৫ অক্টোবর শুরু হবে এবং চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। প্রথম ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড আহমেদাবাদে মুখোমুখি হবে। 

যত খেলা সামনে আসছে, চোট পাওয়া খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে। এর মধ্যে এমন কিছু খেলোয়াড় রয়েছেন, যাঁরা বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন।

অক্ষর প্যাটেল
  • 2/13

এই লিস্টের লেটেস্ট সংযোজন অক্ষর প্যাটেল। তিনি বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপ ২০২৩ এ কলম্বোতে ব্যাট করার সময় একটি ডাইভ দিতে গিয়ে চোট পান। তাঁর বদলে তড়িঘড়ি ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হয়েছে।

স্টিভ স্মিথ
  • 3/13

বিশ্বকাপের আগে চোটের তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা খেলোয়াড় স্টিভ স্মিথ। তিনি বাঁ কবজিতে চোট পেয়েছেন। তাঁর বিশ্বকাপের আগে ভারতের সঙ্গে সিরিজে কামব্যাক করার কথা।

Advertisement
ট্রাভিস হেড
  • 4/13

দক্ষিণ আফ্রিকার সঙ্গে চতুর্থ ওয়ানডে খেলার সময় ট্রাভিস হেড বাঁ হাতে চোট পান। দ্রুত গতির বোলার জেরাল্ড কোয়েত্জের লাফিয়ে ওঠা বল বাঁ হাতের হাড়ে চিড় ধরিয়ে দেয়। তিনি যদি শেষমেষ বিশ্বকাপে না খেলতে পারেন, তাহলে তাঁর জায়গায় মারনাশ লাবুশানেকে দলে নিতে পারে অস্ট্রেলিয়া।

মিচেল স্টার্ক
  • 5/13

অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কও চোটের সঙ্গে লড়াই করছেন। অ্যাসেজ সিরিজের পর তিনি কাঁধ ও কোমরের চোটে নাজেহাল। তিনিও ভারতের সঙ্গে সিরিজে কামব্যাক করতে পারেন।

টিম সাউদি
  • 6/13

টিম সাউদি ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওয়ানডে খেলার সময় ফিল্ডিং করছিলেন। এই সময় তিনি চোট পান। তাঁর ডান হাতের আঙুল ভেঙেছে। তাঁর বিশ্বকাপ খেলা নিয়ে সন্দেহ আছে।

মহেশ থিকসানা
  • 7/13

ফর্মে থাকা শ্রীলঙ্কার স্পিনার মহিশ থিকসানা হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। তিনি এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে খেলার সময় চোট পান। তারপরও তিনি জোর করে বল করেন। এশিয়া কাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে তিনি খেলতে পারবেন না। বিশ্বকাপে খেলবেন কি না, তা জানা নিশ্চিত নয়।

Advertisement
দুষ্মন্ত চামিরা
  • 8/13

শ্রীলঙ্কার পেসার দুষ্মন্ত চামিরা লঙ্কা প্রিমিয়ার লিগ খেলার সময় কাঁধে চোট পান। তিনি জিম্বাবুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ালিফায়ার খেলতে পারেননি। তিনি এশিয়া কাপেও খেলছেন না।

ওয়ানিন্দু হাসরাঙ্গা
  • 9/13

চোট পাওয়া খেলোয়াড়ের তালিকায় অন্যতম নাম শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরাঙ্গা। তিনি পুরো এশিয়া কাপ থেকে বাইরে রয়েছেন। এখন বিশ্বকাপে খেলতে পারবেন কি না, সেদিকে তাকিয়ে শ্রীলঙ্কার ফ্যানরা।

নাসিম শাহ
  • 10/13

পাকিস্তানের পেসার নাসিম শাহ গোটা বিশ্বকাপেই নাও খেলতে পারেন। তিনি এশিয়া কাপ সুপার ফোরে ভারতের সঙ্গে খেলার সময় কাঁধে চোট পান। তাঁর দুবাইতে স্ক্যান করানো হয়েছে।

হ্যারিস রউফ
  • 11/13

ভারতের সঙ্গে একই ম্যাচে চোট পান হ্যারিস রউফও। তিনি অবশ্য় দল থেকে বাইরে হয়ে যাননি। তবে পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম মনে করছেন, তিনি বিশ্বকাপের আগে ফিট হয়ে যাবেন।

Advertisement
এনরকি নর্কিয়া
  • 12/13

দক্ষিণ আফ্রিকার পেস বোলার এনরিক নর্কিয়া স্ট্রেস ফ্র্যাকচারের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্তমান ওয়ানডে সিরিজে খেলতে পারেননি। আশা করা হচ্ছে, নর্কিয়া সিরিজের শেষ ম্যাচের পর বোলিং শুরু করতে পারবেন এবং বিশ্বকাপের টিমে তিনি কামব্যাক করতে পারবেন।

 

প্যাট কামিন্স
  • 13/13

অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স কব্জিতে চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজের বাইরে হয়ে গিয়েছেন। কামিন্সকে ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের মাধ্যমিক ক্রিকেটিং ফিল্ডে ফিরে আসার আশা করছে অস্ট্রেলিয়া।

এই ১১ জন খেলোয়াড় ছাড়াও শ্রেয়াস আইয়ার (ভারত), অ্যাডাম মিলানে (নিউজিল্যান্ড) এবং গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া) চোটের সঙ্গে লড়াই করছেন। বিশ্বকাপের আগে এখনও প্রায় দুই সপ্তাহ বাকি রয়েছে। এই তালিকায় নতুন কিছু সংযোজন হতে পারে। আবার যাঁরা চোটগ্রস্ত রয়েছেন তাঁদের মধ্যে কয়েকজন ফিট হয়ে দলের সঙ্গে যোগ দিতেও পারেন।

Advertisement